চীনা প্রধানমন্ত্রী কুয়েতের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন
2024-01-27 19:26:17


জানুয়ারি ২৭: চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ সাবাহ আল-সালেম আল-সাবাহকে অভিনন্দন চিঠি পাঠিয়েছেন। 


চিঠিতে লি ছিয়াং জানান, চীন ও কুয়েতের ঐতিহ্যবাহী গভীর বন্ধুত্ব রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৩ বছরে, দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন হচ্ছে। ২০২২ সাল থেকে, প্রেসিডেন্ট সি চিন পিং ও কুয়েতের আমির দুবার সাক্ষাত করেছেন। দু’দেশের সম্পর্ক আরও গভীর করতে দু’নেতা গুরুত্বপূর্ণ কাজ করেছেন। চীন সরকার কুয়েত সরকারের সঙ্গে একযোগে দু’দেশের নেতৃবৃন্দের মতৈক্য বাস্তবায়ন করা, রাজনৈতিক আস্থা মজবুত করা, বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো ও দু’দেশের কৌশলগত অংশীদারি সম্পর্ক আরও উন্নত করতে চায়।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)