সন্ত্রাস দমনে "দ্বৈত মানদণ্ডের" বিরোধিতা করে চীন
2024-01-27 18:45:29

জানুয়ারি ২৭: গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, সন্ত্রাসবাদ মানবজাতির সাধারণ শত্রু। চীন দৃঢ়ভাবে সন্ত্রাসবিরোধী ইস্যুতে দ্বৈত মানদণ্ডের বিরোধিতা করে। এই ধরনের আচরণ অন্যদের ক্ষতি করে কিন্তু নিজেদের উপকার করে না। চীন অন্যান্য দেশের সঙ্গে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করতে এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াই করতে ইচ্ছুক।

গত বৃহস্পতিবার এক পাকিস্তানি কর্মকর্তা বলেন যে, ভারতীয় এজেন্টরা পাকিস্তানে পাকিস্তানি নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত ছিল। এ সপ্তাহের শুরুতে, গ্লোবাল টাইমসও জানায় যে, ভারত পাকিস্তানের কিছু এলাকায় সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে, তাদের তহবিল, অস্ত্র ও প্রশিক্ষণ প্রদান করে বলে প্রমাণ রয়েছে। এ প্রসঙ্গে ওপরের মন্তব্য করেছে চীন।

(জিনিয়া/তৌহিদ)