২০২২ সালে চীনের ক্রীড়া খাতে আয় ৩৩০,০৮০ কোটি ইউয়ান
2024-01-27 19:24:53


জানুয়ারি ২৭: সম্প্রতি ২০২২ সালে চীনের ক্রীড়া শিল্প-বিষয়ক  ধারাবাহিক তথ্য প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, দেশের ক্রীড়া শিল্প দ্রুতগতিতে উন্নত হচ্ছে। সে বছর দেশের ক্রীড়া খাতে আয় হয়েছে ৩৩০,০৮০ কোটি ইউয়ান। যা তার আগের বছরের চেয়ে ১৩০,৯২০ কোটি ইউয়ান বেশি। 


বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে চীনের শীতকালীন ক্রীড়া দ্রুতগতিতে উন্নত হচ্ছে। যা ক্রীড়া শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিনচিয়াংয়ে বরফ ও তুষারের সম্পদের পরিমাণ বেশি। গত বছরের শীতকাল থেকে এ পর্যন্ত সিনচিয়াংয়ের আলথাই অঞ্চলের চারটি স্কি রিসোর্টে মোট ৯.১ লাখ পর্যটক গিয়েছেন। এ পরিমাণ তার আগের বছরের একই সময়ের চেয়ে ২৯৪ শতাংশ বেশি। তাঁদের মধ্যে স্কি খেলোয়াড়ের সংখ্যা ৫.৫৬ লাখ। তাদের সংখ্যাও আগের বছরের একই সময়ের চেয়ে ৩১৩ শতাংশ বেড়েছে। 

 (আকাশ/তৌহিদ/ফেইফেই)