খুয়াইচৌ রকেটের পুনঃব্যবহারযোগ্য প্রযুক্তি পরীক্ষা উলম্ব উড্ডয়ন ও অবতরণ পরীক্ষা একটি সম্পূর্ণ সাফল্য
2024-01-27 16:51:03

জানুয়ারি ২৭: গতকাল (শুক্রবার) বিকেল ৩টায় চীনের নিজস্ব উদ্ভাবিত খুয়াইচৌ রকেটের পুনঃব্যবহারযোগ্য প্রযুক্তি পরীক্ষা সফল হয়েছে। এর উলম্ব উড্ডয়ন ও অবতরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এই পরীক্ষার ফ্লাইট সময় ছিল ২২ সেকেন্ড, এটি ৯ সেকেন্ডের জন্য বাতাসে ভেসে বেড়ায় এবং হভারিং উচ্চতা ছিল ০.১৫ মিটার। এর অবতরণের অবস্থা স্থিতিশীল ও সঠিক ছিল এবং রকেটটি ভাল অবস্থায় ছিল। মিশন সম্পূর্ণ সফল হয়েছে।

(জিনিয়া/তৌহিদ)