‘ছুন ইউনের’ প্রথম দিন চীনে যাত্রীসংখ্যা ১৮৯৩.৫ লাখ
2024-01-27 19:24:05


জানুয়ারি ২৭: সংশ্লিষ্ট তথ্যে দেখা গেছে, ‘বসন্ত উৎসবে যাতায়াতের ব্যস্ততা’ তথা ‘ছুন ইউনের’ প্রথম দিন শুক্রবার দেশজুড়ে যাতায়াত করেছে ১৮৯৩.৫২ লাখ মানুষ। যা গত বছরের ডিসেম্বরের একই দিনের চেয়ে ৯.৫ শতাংশ বেশি এবং ২০২৩ সালের একই সময়ের চেয়ে ১৯.৭ শতাংশ বেশি।


এর মধ্যে রেলপথে যাত্রীসংখ্যা ১১০.৬৩ লাখ, যা ২০২৩ সালের ডিসেম্বর মাসের একই দিনের চেয়ে ১২.১শতাংশ বেশি এবং ২০২৩ সালের একই সময়ের চেয়ে ৭৮ শতাংশ বেড়েছে। 


সড়কপথে যাতায়াত করা যাত্রীসংখ্যা ১৭৫৬.৪ লাখ; যা ২০২৩ সালের ডিসেম্বর মাসের একই দিনের চেয়ে ৯.৪ শতাংশ বেশি, ২০২৩ সালের একই সময়ের চেয়ে ১৬.৬ শতাংশ বেশি। 


নৌপথে যাত্রীসংখ্যা ৫.৮৩ লাখ; যা গত বছরের ডিসেম্বরের একই দিনের চেয়ে ১৭.২ শতাংশ বেশি এবং ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৪৮.৬ শতাংশ বেশি। 


বিমানযাত্রীর সংখ্যা ২০.৬৬ লাখ পৌঁছেছে। এ সংখ্যা গত বছরের ডিসেম্বরের একই দিনের চেয়ে ৪.১ শতাংশ বেশি এবং ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১১১.৮ শতাংশ বেড়েছে। 


উল্লেখ্য, এ বছর ‘ছুন ইউন’ ২৬ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত- মোট ৪০ দিন বজায় থাকবে। এ সময় চীনারা জন্মস্থানে ফিরে গিয়ে পরিবারের সদস্যদের সাথে পুনর্মিলনের চেষ্টা করেন অথবা পরিবার নিয়ে ভ্রমণ করেন। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)