কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনে সিএমজি ও ফ্রান্সের টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান
2024-01-27 16:40:56

জানুয়ারি ২৭: চীন ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনে আজ (শনিবার) চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং ফ্রান্সের বিএফএম ইকোনমিক টেলিভিশন "উজ্জ্বল ৬০ বছর-চীন ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর উচ্চ পর্যায়ের সংলাপ" বিশেষ অনুষ্ঠান চালু করেছে।  প্রাক্তন ফরাসি প্রধানমন্ত্রী জিন-পিয়েরে রাফারিন সিএমজির একান্ত সাক্ষাৎকার দেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়ুং এবং ফ্রান্সে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লু শা ইয়ে বিশেষ অনুষ্ঠানের ভিডিও বক্তৃতা দেন। চীনা ও ফরাসি সাংস্কৃতিক মহল, পর্যটন মহল, থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞ ও পণ্ডিতবর্গ চীন-ফরাসি বিনিময় নিয়ে আলোচনা করেছেন এবং দুই রাষ্ট্রপ্রধানের যৌথ পরিকল্পনায় চীন-ফ্রান্সের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের বিস্তৃত ভবিষ্যতের জন্য উন্মুখ হয়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

প্রাক্তন ফরাসি প্রধানমন্ত্রী রাফারিন এই কর্মসূচি চালু করার জন্য চীনা ও ফরাসি মিডিয়াকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন যে, ফ্রান্স-চীন সহযোগিতার নতুন অগ্রগতি বজায় রয়েছে এবং বিনিময় শক্তিশালী করা এখনও খুবই গুরুত্বপূর্ণ। ষাট বছর আগে জেনারেল চার্লস ডি গল গণপ্রজাতন্ত্রী চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ, সমগ্র বিশ্বকে বুঝতে পারছে যে, বিশ্বের শান্তিতে চীনকে প্রয়োজন। চীন একটি বৈচিত্র্যময় দেশ এবং প্রতিটি শহর অনন্য। চীনকে পুরোপুরি বোঝার জন্য অবশ্যই ব্যক্তিগতভাবে চীনে যেতে হবে।

সিএমজির মহাপরিচালক শেন হাই সিয়ুং তার ভাষণে বলেছেন, চীন ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী এবং সংশ্লিষ্ট কার্যক্রমে যথাক্রমে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাকখোঁ ভিডিও ভাষণ দিয়েছেন। চীন ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে দুই পক্ষই এ বছর চলচ্চিত্র ও টেলিভিশন, খেলাধুলা, শিক্ষা, পর্যটন, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য এবং অন্যান্য বিষয়ে ব্যাপক আদান-প্রদান করবে এবং সহযোগিতা গভীর করবে। গত অক্টোবরে সিএমজির প্রতিনিধিদলের প্যারিস সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, সেসময় ফ্রান্সের সংস্কৃতি, খেলাধুলা, শিল্প ইত্যাদিসহ সব স্তরের মানুষের সাথে মতবিনিময় ও সংলাপ হয়েছিল। তিনি গভীরভাবে অনুভব করেছেন যে, চীন ও ফ্রান্সের ব্যক্তি পর্যায়ে এবং সাংস্কৃতিক বিনিময়ের গভীর ভিত্তি রয়েছে। চীন নিশ্চিতভাবে সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষাকে আরও গভীর করতে এবং একটি নতুন সূচনা বিন্দু থেকে চীন-ফ্রান্স বন্ধুত্বকে আরও গভীর করবে। এ বছর প্যারিস অলিম্পিক আয়োজন করা হবে৷ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির সাথে প্যারিস অলিম্পিকের বিস্ময়কর ঘটনাগুলো রেকর্ড ও প্রচার করা হবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)