লোহিত সাগর পরিস্থিতি উন্নয়নে চীন চেষ্টা করতে চায়
2024-01-27 18:30:29

জানুয়ারি ২৭: পরিস্থিতি শান্ত করতে এবং লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে চায়। গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, লোহিত সাগরে চীনের অবস্থান বরাবরের মতই স্পষ্ট। লোহিত সাগর অঞ্চল হল গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পণ্য পরিবহন ও জ্বালানি বাণিজ্যের চ্যানেল। চীন শুরু থেকে উত্তেজনা কমানোর জন্য সক্রিয় চেষ্টা করেছে, বেসামরিক জাহাজে হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে, লোহিত সাগরে আরো অবনতির এড়াতে এবং আইন অনুযায়ী যৌথভাবে লোহিত সাগরের জলে নৌপথের নিরাপত্তা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছে।

 

ওয়াং ওয়েন বিন বলেন, লোহিত সাগরের উত্তেজনা গাজা সংঘাতের একটি বিশেষ প্রকাশ। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব গাজায় যুদ্ধ বন্ধ করা এবং সংঘাতের বিস্তৃতি ঠেকানো। পরিস্থিতি শান্ত করতে এবং লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে চীন সব পক্ষের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

(শুয়েই/তৌহিদ/আকাশ)