সিএমজিতে নাউরুর পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্কার
2024-01-27 16:39:26

জানুয়ারি ২৭: গত বুধবার বেইজিংয়ে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের বিবৃতিতে স্বাক্ষর করার পর নাউরুর পররাষ্ট্রমন্ত্রী লিওনেল আইঙ্গিমিয়া চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে বলেন যে, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃসূচনা করা সঠিক সিদ্ধান্ত। আঙ্গেমিয়া বলেন যে, চীনের স্বাগত জানানোর মনোভাবে তিনি অনুভব করেছে যে- চীন একটি পুরানো বন্ধু।

তিনি বলেন, চীন ও নাউরু যৌথভাবে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করেছে। তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা নাউরুকে আরও শক্তিশালী উন্নয়নের পথে নিয়ে যাবে। চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করা এবং এক-চীন নীতিকে স্বীকৃতি দেওয়া কোনো বাজে সিদ্ধান্ত নয়, তা সতর্কতার সাথে বিবেচনা করা হয়েছে। বর্তমান সরকারের আমলে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও বলেন, নাউরু চীনের পাশাপাশি এগিয়ে যাবে এবং এক-চীন নীতি মেনে চলবে। তিনি মনে করেন, চীন অনেক পুরানো বন্ধুর মতো, যারা শত শত বছর ধরে একসাথে রয়েছে। বর্তমানে ১৮৩টি দেশ এক-চীন নীতিকে স্বীকৃতি দিয়েছে। এটিই বিশ্বের একটি অপ্রতিরোধ্য প্রবণতা। কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা মানেই ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানো।

তিনি আরো বলেন, কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের ঘোষণার পর, সিএমজি দ্রুত নাউরু-এর অ্যারন জেলায় একটি বিদেশি শাখা প্রতিষ্ঠা করেছে। সিএমজি নাউরুর তথ্য মন্ত্রণালয়ের সাথে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মিডিয়ার ভূমিকা আছে। চীনা মিডিয়ায় বলা হয়েছে যে, নাউরু প্রশান্ত মহাসাগরের মুক্তা। কেউ নাউরুকে এভাবে বর্ণনা করেনি। তিনি এর প্রশংসা করেন। বড় বা ছোট হোক না কেন, ভালো বা মন্দ হোক না কেন, এটাই নাউরুবাসীর বাড়ি। এটাই মিডিয়ার কাজ।

(শুয়েই/তৌহিদ/আকাশ)