নতুন কাঁচামালের ‘বিগ ডেটা সেন্টার’ স্থাপন করবে চীন
2024-01-26 14:36:43

জানুয়ারি ২৬: চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নেওয়া উদ্যোগের ফলে নতুন কাঁচামাল খাতের ডিজিটাইজেশনে অনেক অগ্রগতি অর্জিত হয়েছে।

চীন সরকার-প্রকাশিত ‘২০২৪-২০২৬ সালের কাঁচামাল শিল্পের ডিজিটাইজেশন কর্ম পরিকল্পনায়’ একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২০২৬ সালে দেশটিতে নতুন কাঁচামালের ‘বিগ ডেটা সেন্টার’ এবং শিল্প ও প্রক্রিয়াকরণ খাতে ৪টি গুরুত্বপূর্ণ উদ্ভাবনী কেন্দ্র স্থাপন করা হবে।

নতুন কর্ম পরিকল্পনায় ২০২৬ সাল নাগাদ কাঁচামাল শিল্পের ডিজিটাইজেশনের বিস্তারিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কাঁচামাল শিল্প চীনের প্রক্রিয়াকরণ শিল্পের ডিজিটাল রূপান্তরের প্রধান শক্তি। সাম্প্রতিক বছরগুলোতে চীনের কাঁচামাল শিল্পের ডিজিটাল রূপান্তরের ব্যাপকভাবে এগিয়েছে, তবে ডিজিটাইজেন সম্পর্কিত ধারণায় দুর্বলতাসহ নানা সমস্যা এখনও বিরাজমান রয়েছে।

নতুন কর্ম পরিকল্পনায় চীনের কাঁচামাল সম্পর্কিত শিল্পপ্রতিষ্ঠান ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের মধ্যে উদ্ভাবনী সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা এবং এআই প্রযুক্তির মাধ্যমে কাঁচামাল শিল্পের উন্নয়নে সহায়তা দেওয়াসহ বিভিন্ন প্রস্তাব করা হয়েছে। (সুবর্ণা/রহমান/রুবি)