চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কের মূল আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখতে হবে: প্রেসিডেন্ট সি
2024-01-26 15:02:23

জানুয়ারি ২৬: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, চীন ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার মূল আকাঙ্ক্ষাকে নতুন যুগেও সমুন্নত রাখতে হবে, দুদেশকে ভবিষ্যতমুখী হতে হবে এবং আরও অগ্রগতি অর্জনের সাহস রাখতে হবে।

চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ের ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভিডিও বক্তব্যে একথা বলেন তিনি।

প্রেসিডেন্ট সি বলেন, ৬০ বছর আগে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে একটি বড় ঘটনা। তিনি বলেন, সে সম্পর্কের বৈশিষ্ট্যময় ইতিহাস স্বাধীনতা, পারস্পরিক বোঝাপড়া, দূরদৃষ্টি, পারস্পরিক সুবিধা এবং উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতার বৈশিষ্ট্যযুক্ত ‘চীন-ফ্রান্স চেতনা’কে গড়ে তুলেছে।

চীনা নেতা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করে এবং সম্পর্কের স্থিতিশীলতা বজায় রেখে দুই পক্ষকে অবিচলিতভাবে বৈশ্বিক অনিশ্চয়তার জবাব দিতে হবে। চীন-ফ্রান্স সংস্কৃতি ও পর্যটন বর্ষ এবং প্যারিস অলিম্পিক গেমসকে সুযোগ হিসাবে নিয়ে দুই পক্ষ সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ এবং মানুষে-মানুষে বন্ধন আরও ঘনিষ্ঠ করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।    

চীনা প্রেসিডেন্ট এমন একটি সুশৃঙ্খল বহু-মেরু বিশ্ব এবং অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে কাজ করতে দুপক্ষকে আহ্বান জানান, যেটি সকলের জন্য অন্তর্ভুক্তমূলক ও উপকারী হবে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে।

তিনি বলেন, ঐতিহ্যবাহী সহযোগিতা গভীরতর করার সঙ্গে সঙ্গে সবুজ শিল্প ও দূষণমুক্ত জ্বালানির মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতার সম্ভাবনাকে সক্রিয়ভাবে ব্যবহার করতে হবে, পারস্পরিক সুবিধার ক্ষেত্র বাড়াতে হবে এবং উন্মুক্ততার মাধ্যমে উন্নয়নের সুযোগগুলো ভাগ করে নিতে হবে।

আগামী ৬০ বছর চীন ও ফ্রান্স হাতে হাত রেখে আরও গৌরব সৃষ্টি করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁ এক ভিডিও বক্তব্যে বলেন, “দুদেশের জনগণের চাহিদা পূরণ করা এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য অনুকূল সম্পর্ক প্রতিষ্ঠার দায়িত্ব রয়েছে আমাদের।”

তিনি জানান, চীনের সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে ফ্রান্স আন্তর্জাতিক সংকট সমাধানে ইচ্ছুক। ২০২৪ সালের ফ্রান্স-চীন সংস্কৃতি ও পর্যটন বর্ষ উপলক্ষে দেশটি দুদেশের জনগণ, বিশেষ করে যুবকদের বিনিময় ঘনিষ্ঠতর করে ফ্রান্স-চীন সম্পর্কের ভিত্তি আরও দৃঢ় করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। (প্রেমা/রহমান/ছাই)