সিনচিয়াংয়ে বিভিন্ন জাতির মানুষের দেখা-সাক্ষাতের আদব
2024-01-26 16:02:21




এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

 

সিনচিয়াংয়ের সকল জাতির মানুষ ভদ্রতা ও শিষ্টাচারের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। দেখা হলে তাঁরা একে অপরকে অভিবাদন জানায়, একে অপরের খোঁজ-খবর নেয়। আপনি যদি প্রথমবারের মতো সিনচিয়াংয়ের জাতিগত সংখ্যালঘুদের সংস্পর্শে আসেন, আপনি কেবল তাদের চেহারা দেখেই মুগ্ধ হবেন না, তাদের শিষ্টাচারও আপনাকে আকৃষ্ট করবে।

 

উইঘুর, উজবেক এবং অন্যান্য জাতির পুরুষরা যখন একে অপরের সঙ্গে মিলিত হয়, তখন তাঁরা প্রথমে তাদের ডান হাত বাম বুকের উপর রাখে, শরীরের উপরিভাগ সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে দেয়, একে অপরের দিকে ডান হাত প্রসারিত করে, এবং সবশেষে একে অপরের পিঠ হালকা করে চাপড়ে দেয়। তাঁরা একে অপরকে সালাম দেয়। আপনি যদি বিশিষ্ট অতিথি বা বয়োজ্যেষ্ঠদের মুখোমুখি হন, তাহলে আপনাকে তাদের শিষ্টাচার অনুসারে, বুকের উপর হাত রাখতে হবে, মাথা খানিকটা সামনে ঝুকাতে হবে, এবং মুখে ‘সালাম’ বলতে হবে। এটাই শিষ্টাচার ও সৌজন্য। করমর্দনের জন্য আপনার হাতও প্রসারিত করতে পারেন। যখন মহিলারা একে অপরের সাথে দেখা করে, তখন উরুমচি, কাশগড় এবং অন্যান্য স্থানের মহিলারা একে অপরকে আলিঙ্গন করে, তাদের গাল স্পর্শ করে এবং তারপর একে অপরকে অভিবাদন জানায়। অন্যান্য এলাকায় মহিলারাও একে অপরের সাথে করমর্দন করে। দীর্ঘ সময় পর দেখা হলে, তাঁরা একে অপরের পরিবারের খোঁজ-খবরও নেবে। তবে, সিনচিয়াংয়ে পুরুষ ও মহিলারা একে অপরের সাথে করমর্দন করে না, শুধু মুখে ‘সালাম’ বলে।

 

কাজাখ ও কিরগিজ জাতির লোকেরা সাধারণভাবে অন্য মানুষের সঙ্গে উষ্ণ আচরণ রকে। তাঁরা যখন একে অপরের সঙ্গে দেখা করে, তখন করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেয় এবং একে অপরকে ‘সালাম’ দেয়। যুবকরা যখন রাস্তায় বয়স্ক লোকদের দেখে, তখন তাদের সালাম জানায়। মহিলাদের মধ্যে যদি দীর্ঘকাল পর দেখা হয়, তবে তাঁরা একে অপরকে উষ্ণভাবে পরস্পরকে আলিঙ্গন করবে।

 

মঙ্গোলিয়ানরা মানুষকে শুভেচ্ছা জানানোর ব্যাপারে সিরিয়াস।  সহকর্মীদের সাথে দেখা হলে তাঁরা প্রায়শই করমর্দন করবে। তরুণরা প্রবীণদের সাথে দেখা হলে, মাথা নত করে অভিবাদন জানায়। অতিথিদের সাথে দেখা করার সময়, মঙ্গোলিয়ানদের শিষ্টাচার দেখার মতো। অতিথিরা আসছেন তা জানার পরে, তাদের জন্য বাড়ির বাইরে অপেক্ষা করবে মঙ্গোলিয়ান মেজবান। ওয়াইন, মাংস এবং দুগ্ধজাত খাবারও মেহমানদের জন্য প্রস্তুত করা হবে। চলে যাওয়ার সময়, অতিথিকে বাড়ির সীমানার বাহির পর্যন্ত এগিয়ে দেয় মঙ্গোলিয়ানরা।

 

তাজিকদের একে অপরের শুভেচ্ছা জানানোর ধরণ অনন্য। সাধারণত, একই বয়সী পুরুষদের মধ্যে দেখা হলে, তাঁরা একে অপরের সাথে করমর্দন করবে এবং একে অপরের হাতের পিছনে চুমু খেতে ঝুঁকে পড়বে। দীর্ঘ অনুপস্থিতির পর আবার দেখা হলে, কাছের ভাই, আত্মীয় বা প্রতিবেশীরা একে অপরকে জড়িয়ে ধরে। তরুণরা বয়স্কদের সম্মান দেখাতে বড়দের হাতের তালুতে চুম্বন করে এবং সৌহার্দ্য প্রকাশের জন্য বড়রা তরুণদের কপালে চুম্বন করে। মহিলারা একে অপরের সাথে মিলিত হলে, পরস্পরের গালে চুম্বন করে বা নাক স্পর্শ করে। নিকটাত্মীয়রা একে অপরের ঠোঁটে চুম্বন করে। তাজিক পুরুষ ও মহিলারা দেখা হলে করমর্দন করে। যদি পুরুষটি নিকটাত্মীয় বা বড় হয়, তবে মহিলাটি তার হাতের তালুতে চুম্বন করবে। যখন পিতামাতা ও সন্তানেরা মিলিত হয়, তখন শিশুরা সাধারণত তাদের পিতামাতার হাত চুম্বন করে। প্রবীণরা তরুণদের মুখে চুম্বন করতে পারে, কিন্তু পিতা ও শ্বশুর তাদের কন্যা ও পুত্রবধুর মুখে চুম্বন করতে পারে না।

 

সিনচিয়াংয়ের রুশরা একটি উষ্ণ ও প্রফুল্ল জাতি। যখন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব পরম্পরের মঙ্ড়ে মিলিত হয়, তখন তাঁরা সাধারণত একে অপরকে আলিঙ্গন করে এবং কপালে চুম্বন করে। পরিচিতরা প্রতিদিন প্রথমবার দেখা হলে একে অপরকে শুভেচ্ছা জানায়।

 

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn  আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা:  https://bengali.cri.cn/  সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (ঊর্মী/আলিম)