ন্যাটোতে সুইডেনের যোগদান অনুমোদন তুরস্কের
2024-01-26 14:17:19

জানুয়ারি ২৬: উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোতে সুইডেনের যোগদানকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে তুরস্ক। তুরস্ক থেকে গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, তুর্কি পার্লামেন্ট ২৩ জানুয়ারি ন্যাটোতে সুইডেনের যোগদান সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে এবং বৃহস্পতিবার প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান অনুমোদনে স্বাক্ষর করেন।

বর্তমান, ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে কেবল হাঙ্গেরি সুইডেনের যোগদান অনুমোদন করেনি। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ২৪ জানুয়ারি ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গকে ফোন করে সুইডেনের ন্যাটোতে যোগদানে হাঙ্গেরির সমর্থনে আগ্রহ ব্যক্ত করেন।

(তুহিনা/রহমান/রুবি)