হাইতির রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে সরকার ও বিভিন্ন পক্ষের প্রতি আহ্বান চীনের
2024-01-26 14:35:27

জানুয়ারি ২৬: হাইতির রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে দেশটির সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠির প্রতি আহ্বান জানিয়েছে চীন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল (বৃহস্পতিবার) হাইতি বিষয়ক এক প্রকাশ্য আলোচনায় অংশগ্রহণকালে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন।

তিনি বলেন, হাইতির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি এবং মানবিক সংকট দিন দিন গুরুতর হচ্ছে এবং সেটা ধীরে ধীরে দেশ ও সমাজের ভিত্তি নষ্ট করছে। রাজনৈতিক প্রক্রিয়ায় দেশটির বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের আহ্বান জানান তিনি।

স্থায়ী প্রতিনিধি বলেন, চীন আশা করে হাইতি সরকার ও রাজনৈতিক দলগুলো দেশের জনগণের স্বার্থ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান বিবেচনায় নিয়ে দায়িত্বশীল ব্যবস্থা নেবে, যাতে যত দ্রুত সম্ভব দেশটিতে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন আয়োজন করা যায়।

তিনি আরও বলেন, হাইতির রাজনৈতিক অচলাবস্থার মূল কারণ সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠিগুলোর কার্যকলাপ, যাদেরকে দমন করা জরুরি।

চাং চুন বলেন, নিরাপত্তা নিশ্চিতে হাইতির পুলিশ কর্তৃপক্ষের পদক্ষেপকে চীন সমর্থন করে এবং আশা করে নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা অপরাধী গোষ্ঠিগুলোকে দমনে কার্যকর ভুমিকা পালন করবে।

এছাড়া অস্ত্র ও গোলাবারুদ নিয়ন্ত্রণ জোরদার করতে এবং অঞ্চলের দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময় ও কার্যক্রম সমন্বয় করতে তিনি যুক্তরাষ্ট্রকে তাগিদ দেন, যাতে হাইতির অপরাধী গোষ্ঠিগুলো অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করতে না পারে।

চাং বলেন, হাইতি সমস্যার সমাধান দেশের জনগণের হাতে। দেশটির জনগণের স্বশাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে চীন কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। (সুবর্ণা/রহমান/রুবি)