চীন ও ফ্রান্সের উচিত বৈশ্বিক উন্নয়নে আরও বেশি অবদান রাখা: ওয়াং ই
2024-01-26 16:02:31

জানুয়ারি ২৬: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বাষির্কী উপলক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, চীন ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে দুদেশের রাষ্ট্রপ্রধানদের উচ্চ মূল্যায়ন আগামী ৬০ বছরে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা।

চীন ও ফ্রান্সকে দুটি আত্মবিশ্বাসী ও স্বাধীন জাতি এবং বৈশ্বিক দায়িত্ব পালনের মহান রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করে ওয়াং ই বলেন, দুদেশের মধ্যে কোনও ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব নেই এবং কোনও মৌলিক বিরোধ নেই, কেবল আছে স্বতন্ত্র ও প্রথম হওয়ার সাহসী চেতনা।

তিনি বলেন, সাম্য ও সুশৃঙ্খল বহুমেরুর বিশ্ব এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নে দুদেশের উচ্চ কৌশলগত সংযোগ ও অনেক অভিন্ন স্বার্থ আছে।

মন্ত্রী আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং স্বাধীন বৃহৎ দেশ হিসাবে চীন ও ফ্রান্সের উচিত চীন-ইউরোপ সম্পর্কে অবিচল অগ্রগতি এবং বিশ্ব শান্তি, উন্নয়ন ও অগ্রগতিতে আরও বেশি অবদান রাখা। দুদেশকে অব্যাহতভাবে আন্তরিক ও পারস্পরিক আস্থার বন্ধু, পারস্পরিক কল্যাণের অংশীদার এবং বিনিময় ও পারস্পরিক শিক্ষার দৃষ্টান্ত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। (প্রেমা/রহমান/ছাই)