‘সমুদ্রে ও আকাশে সামরিক দুর্ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রের উচিত উস্কানি বন্ধ করা’
2024-01-25 18:12:41

জানুয়ারি ২৫: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল উ ছিয়েন আজ (বৃহস্পতিবার) বিকেলে বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, সমুদ্রে ও আকাশে সামরিক দুর্ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রের উচিত উস্কানিমূলক তত্পরতা থেকে বিরত থাকা।

তিনি বলেন, মার্কিন যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানগুলো চীনের দোরগোড়ায় এসে উস্কানি দিয়ে যাচ্ছে ও সমস্যার সৃষ্টি করছে।  ফলে, চীনা সামরিক বাহিনীকেও, আইন ও বিধি অনুসারে, পাল্টা ব্যবস্থা নিতে হচ্ছে, যা বৈধ, যুক্তিসঙ্গত, ও সংযত।

চীনা মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক আইনের অপব্যবহার বন্ধ করা, সবধরনের বিপজ্জনক ও উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা, ও ফ্রন্ট-লাইন সৈন্যদের কার্যকলাপ কঠোরভাবে সীমিত রাখা। (লিলি/আলিম)