লোহিত সাগর অঞ্চলের উত্তেজনায় উদ্বিগ্ন চীন
2024-01-25 16:41:02

জানুয়ারি ২৫: লোহিত সাগরের পরিস্থিতির সাম্প্রতিক অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, লোহিত সাগরের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি গাজা সংঘাতের বিস্তৃতির একটি প্রকাশ। যত দ্রুত সম্ভব গাজার যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি।

লোহিত সাগরকে পণ্য ও জ্বালানি পরিবহনের একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসাবে বর্ণনা করে মুখপাত্র বলেন, সেখানকার উত্তেজনা প্রশমনে চীন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে।

বেসামরিক জাহাজের উপর হামলা বন্ধ করা, লোহিত সাগরের উত্তেজনাকে প্রশমিত করা এবং যৌথভাবে সেখানকার জলপথের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

ওয়াং বলেন, “ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের ক্ষয়ক্ষতি বাড়ার কারণে লোহিত সাগরের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এখন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং সংঘাতের অবসান ঘটানো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। আমাদের মনে হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কখনই কোনও দেশকে ইয়েমেনের বিরুদ্ধে শক্তি প্রয়োগের অনুমোদন দেয়নি।”

তিনি বলেন, ইয়েমেনসহ লোহিত সাগরের তীরবর্তী দেশগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে চীন সব পক্ষের সঙ্গে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক বলেও জানান তিনি।

 (অনুপমা/রহমান)