ন্যাটোর বৃহৎ সামরিক মহড়া শুরু
2024-01-25 16:41:50

জানুয়ারি ২৫: উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর চার মাসব্যাপী বৃহৎ আকারের সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ গতকাল (বুধবার) শুরু হয়েছে।

ন্যাটোর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক ল্যান্ডিং জাহাজ ‘গানস্টন হল’ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোক থেকে রওয়ানা হয়েছে এবং বেশ কয়েকটি অপারেশনের পর আটলান্টিক অতিক্রম করতে শুরু করবে। এছাড়া কানাডার যুদ্ধজাহাজ ‘ইউএসএস শার্লটটাউন’ এই মাসের শেষ দিকে ইউরোপের উদ্দেশ্যে কানাডার হ্যালিফ্যাক্স ত্যাগ করবে।

এ সামরিক মহড়া একাধিক স্থানে অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ন্যাটোর নতুন প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবায়িত হবে। উত্তর ইউরোপ থেকে মধ্য ও পূর্ব ইউরোপ পর্যন্ত হাজার হাজার কিলোমিটার বিস্তৃত অঞ্চলে যে কোনও পরিস্থিতিতে কয়েক মাস ধরে সামরিক মহড়া চালানোর ন্যাটোর সক্ষমতা প্রদর্শিত হবে এই মহড়ায়।

আগামী ৩১ মে মহড়াটি শেষ হবে।

এদিকে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো গত রোববার রাশিয়া নিউজ এজেন্সিকে জানিয়েছেন, ‘স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪’র আকার শীতল যুদ্ধের পরিকল্পনায় জোটের ‘অপরিবর্তনীয় প্রত্যাবর্তনের’ প্রমাণ।

ন্যাটো যৌথ বাহিনীর ইউরোপের কমান্ডার-ইন-চিফ ক্রিস্টোফার ক্যাভালি ১৮ জানুয়ারি জানান, জানুয়ারির শেষ দিক থেকে মে মাস পর্যন্ত ‘স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ সামরিক মহড়া চলবে। ন্যাটের ৩১টি সদস্যদেশ এবং অংশীদার দেশ সুইডেনের প্রায় ৯০ হাজার সৈন্য এ মহড়ায় অংশগ্রহণ করবেন।

জানা গেছে, এটি এক দশকের মধ্যে ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া। মহড়াটি একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সিমুলেটেড সংঘাত পরিস্থিতি সৃষ্টি করবে এবং উত্তর আমেরিকার বাহিনীর ট্রান্সআটলান্টিক আন্দোলনের মাধ্যমে ইউরো-আটলান্টিক অঞ্চলকে শক্তিশালী করার ক্ষমতা প্রদর্শন করবে।

 (অনুপমা/রহমান)