ইসরায়েল জাতিসংঘের প্রশিক্ষণকেন্দ্রে হামলার বিষয়টি খতিয়ে দেখছে
2024-01-25 16:52:29

জানুয়ারি ২৫: গাজায় ইউনাইটেড ন্যাশন্স রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রেফিউজি ইন দা নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর একটি প্রশিক্ষণকেন্দ্রে সাম্প্রতিক হামলার বিষয়টি খতিয়ে দেখছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।  ইসরায়েলের গণমাধ্যমে আজ (বৃহস্পতিবার) এ খবর প্রকাশিত হয়।

ইসরায়েলের সামরিক পক্ষ এক বিবৃতিতে বলেছে, হামাস উক্ত হামলার জন্য দায়ী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গতকাল (বুধবার) বিকেলে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসে জাতিসংঘের একটি প্রশিক্ষণকেন্দ্র হামলার শিকার হয়। দুটি ট্যাঙ্কের শেল কেন্দ্রের একটি ভবনে আঘাত হানে এবং তাতে ৯ জন নিহত ও ৭৫ জন আহত হয়। (লিলি/আলিম)