চীন-সিঙ্গাপুর পারস্পরিক ভিসা ছাড় চুক্তি হলো দু’দেশের জনগণকে দেওয়া একটি উপহার: চীনা মুখপাত্র
2024-01-25 16:53:59

জানুয়ারি ২৫: চীন-সিঙ্গাপুর পারস্পরিক ভিসা ছাড় চুক্তি নিয়ে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনপিন।

আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, চীন সিঙ্গাপুরের সঙ্গে ব্যক্তিদের বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে থাকে। দু’দেশের যৌথ প্রচেষ্টার পর আজ বেইজিংয়ে চীন ও সিঙ্গাপুর ‘সাধারণ পাসপোর্ট ধারকদের জন্য পারস্পরিক ভিসা ছাড়ের বিষয়ে গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং সিঙ্গাপুর প্রজাতন্ত্রের সরকারের চুক্তি’ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে। চুক্তিটি ৯ ফেব্রুয়ারিতে কার্যকর হবে। তখন উভয় দেশের সাধারণ পাসপোর্ট ধারকরা ভিসামুক্ত করে একে অপরের দেশে সর্বোচ্চ ৩০ দিন থাকতে পারবেন।

চীনের চান্দ্রপঞ্জিকার ড্রাগন নববর্ষের আগে এই চুক্তিটি যে কার্যকর হয়েছে তা নিঃসন্দেহে দু’দেশের জনগণকে বসন্ত উত্সবের বড় উপহার দেওয়ার মতো। এ চুক্তি চীন ও সিঙ্গাপুরের সাংস্কৃতিক বিনিময় বেগবান করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ও নানা ক্ষেত্রে দু’দেশের সহযোগিতারকে এগিয়ে যাবে বলে মুখপাত্র বিশ্বাস করেন।

লিলি/আলিম