মার্কিন জাহাজের ওপর হামলার দায় স্বীকার হুথি আন্দোলনের
2024-01-25 14:16:17

জানুয়ারি ২৫: এডেন উপসাগর ও বাব-আল-মান্দেব প্রণালীর কাছে সমুদ্রে মার্কিন যুদ্ধজাহাজ ও বণিকজাহাজের ওপর গতকাল (বুধবার) চালানো ক্ষেপণাস্ত্র হামলার দায়িত্ব স্বীকার করেছে ইয়েমেনের হুথি আন্দোলন।

সংগঠনের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বুধবার এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের দুটো বণিকজাহাজকে পাহারা দেওয়া মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে তাদের ‘সংঘর্ষ’ হয়।

তিনি জানান, হুথি আন্দোলন-নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ‘সরাসরি’ একটি মার্কিন জাহাজের ওপর আঘাত হানে এবং মার্কিন বণিকজাহাজ ফিরে যেতে বাধ্য হয়।

একই দিন মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, হুথি তাদের মালবাহী জাহাজের ওপর তিনটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোঁড়ে, যেগুলোর মধ্যে দুটো প্রতিহত করে মার্কিন ডেস্ট্রয়ার।

কমান্ডের পক্ষ থেকে আরও বলা হয়, তৃতীয় ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ে এবং মালবাহী জাহাজটি বা তাকে থাকা মানুষেদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি এ হামলায়। (প্রেমা/রহমান/ছাই)