দৃঢ়তার সঙ্গে নিজের সার্বভৌমত্ব রক্ষা করবে চীন
2024-01-25 14:15:27

জানুয়ারি ২৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিশা দ্বীপপুঞ্জ এবং নানশা দ্বীপপুঞ্জের ওপর চীনের মালিকানা ও সার্বভৌমত্বের সম্পূর্ণ ঐতিহাসিক ও আইনগত ভিত্তি রয়েছে।

গতকাল (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীন সবার আগে এসব দ্বীপপুঞ্জ আবিষ্কার করে, নামকরণ করে এবং উন্নয়ন করে।

তিনি বলেন, চীন তার ভূখণ্ডের ওপর যে কোনও দেশের অবৈধ কার্যক্রমের বিরোধিতা করে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে থাকবে।

ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওই দুটি দ্বীপপুঞ্জের ওপর তাদের মালিকানা দাবি করার প্রেক্ষাপটে এ প্রতিক্রিয়া জানালো চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। (প্রেমা/রহমান/ছাই)