মার্কিন প্রতিরক্ষা কৌশলপত্রে ‘চীনা হুমকি তত্ত্ব’: বেইজিংয়ের নিন্দা
2024-01-25 19:58:20


জানুয়ারি ২৫: সম্প্রতি প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা কৌশলপত্রে তথাকথিত ‘চীনা হুমকি তত্ত্বের’ কথা উল্লেখ করা হয়েছে। বেইজিং এর তীব্র নিন্দা জানায়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ ছিয়ান আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বরাবরই ‘চীনা হুমকি তত্ত্ব’ প্রচার করে আসছে। অথচ বাস্তবতা হচ্ছে, চীনের সামরিক শক্তি বৈশ্বিক শান্তির পক্ষে কাজ করে। এটি আন্তর্জাতিক সমাজে স্বীকৃত। এক্ষেত্রে মার্কিন অভিযোগ অগ্রহণযোগ্য। এশিয়া-প্রশান্ত মহাসগরীয় অঞ্চলে ক্ষমতার বলয় সৃষ্টির মার্কিন অপচেষ্টারও তীব্র বিরোধিতা করে বেইজিং। (রুবি/আলিম)