রাইসি-এরদোয়ান বৈঠক, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত অবসানের উপায় নিয়ে আলোচনা
2024-01-25 14:26:57

জানুয়ারি ২৫: তুরস্ক সফররত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গতকাল (বুধবার) আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেন দুনেতা।

আলোচনার পর আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এরদোয়ান বলেন, নতুন দফা ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও জরুরি পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে মত বিনিময় করেছেন তিনি।

তিনি বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নস্যাৎ করে এমন কর্মকাণ্ড এড়ানো।

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতপীড়িত অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তুরস্ক ও ইরান ফিলিস্তিনের ন্যায্য কার্যকলাপে সমর্থন ও সহযোগিতা দেবে।

রাইসি বলেন, “ইসলামি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ফিলিস্তিন ইস্যু। তথাকথিত মানবাধিকার রক্ষকরা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। তবে আমরা ফিলিস্তিনকে সমর্থন দিয়ে যাবো।” (সুবর্ণা/রহমান/রুবি)