ইরান-পাকিস্তান সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে চীনের স্বাগত
2024-01-24 11:14:16

জানুয়ারি ২৪: সম্প্রতি ইরান ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত যৌথ বিবৃতিতে দু’দেশ একে অপরের দেশে নিযুক্ত কূটনীতিবিদ আগামী শুক্রবার থেকে দায়িত্ব পুনরায় শুরু করার কথা জানায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান ২৯ জানুয়ারি পাকিস্তান সফর করবেন। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন ইরান-পাকিস্তান সম্পর্কে বলেন, চীন ইরান-পাক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানায়।

 

তিনি আরো বলেন, চীন দু’পক্ষের অব্যাহত বন্ধুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সহযোগিতা গভীরতর করায় সমর্থন দেয়। চীন দু’দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে, যৌথভাবে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নতি রক্ষা করতে চায়।

(প্রেমা/তৌহিদ/ছাই)