চীনের মানবাধিকার উন্নয়ন ও এর সাফল্যের উচ্চ প্রশংসা করেছে আন্তর্জাতিক সমাজ
2024-01-24 14:20:58

জানুয়ারি ২৪: জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অন্যান্য দেশের চতুর্থ দফা মানবাধিকার পর্যালোচনা সম্মেলন গতকাল (মঙ্গলবার) সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের জেনিভায় ও সুইজারল্যান্ডের অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি ছেন সিয়ুর নেতৃত্বে চীন সরকারের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছে।

পর্যালোচনা সম্মেলনে চীনা প্রতিনিধি ছেন সিয়ু সার্বিকভাবে চীনের মানবাধিকার উন্নয়নের পথ ও অর্জিত বিপুল সাফল্য তুলে ধরেন। চীনা প্রতিনিধিদল খোলামেলাভাবে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে গঠনমূলক সংলাপ করেছে।

সম্মেলনে চীন মানবাধিকার রক্ষায় ৩০টি নতুন পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে, জনগণের জীবিকা উন্নয়ন, মানবাধিকার আইন জোরদার করা, আন্তর্জাতিক মানবাধিকার সহযোগিতা বেগবান করা, জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থায় সমর্থন করা ইত্যাদি।

১২০টিরও বেশি দেশ চীনের মানবাধিকার উন্নয়ন ও অগ্রগতির ইতিবাচক মূল্যায়ন করেছে এবং মানবাধিকার রক্ষা ও উন্নত করার ক্ষেত্রে চীনের প্রচেষ্টার স্বীকৃতি দিয়েছে। তারা বলেছে, চীনের মানবাধিকার উন্নয়নের পথ চীনের জাতীয় অবস্থা ও জন-আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ, যা অন্যান্য দেশ বিশেষ করে উন্নয়নশীল দেশের জন্য স্বাধীনভাবে মানবাধিকার উন্নয়ন পথ অন্বেষণ করার নতুন সম্ভাবনা দেখিয়েছে। তারা আশা করে, চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক মানবাধিকার বিনিময় কার্যকলাপ আয়োজন করবে, বিভিন্ন পক্ষের সঙ্গে মতৈক্য তৈরি করবে, বিশ্ব মানবাধিকার পরিচালনায় আরো ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত ও সহনশীল দিক উন্নত করবে।

(তুহিনা/তৌহিদ/রুবি)