জানুয়ারি ২৪: সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, আজ (বুধবার) বেইজিংয়ে, নাউরুর পররাষ্ট্রমন্ত্রী হোন লিওনেলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তাঁরা দু’দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য এক যৌথ ইস্তাহারে স্বাক্ষর করেন।
বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও নাউরুর সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় খুব শিগগিরি শুরু হবে এবং এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা চিরদিন ইতিহাসে লেখা থাকবে। নাউরুর সরকার দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও জনগণের মৌলিক স্বার্থের দিক বিবেচনা করে, ‘এক-চীননীতি’ মেনে চলার এবং তাইওয়ান অঞ্চলের সঙ্গে সম্পর্ক বিছিন্ন করার সিদ্ধান্ত নেয়, যা সঠিক। নাউরুর সংসদও এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে, যা নাউরুর জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ।
ওয়াং ই আরও বলেন, ‘এক-চীননীতি’ হলো বিভিন্ন দেশের সঙ্গে চীনের সম্পর্কোন্নয়নের মৌলিক পূর্বশর্ত ও রাজনৈতিক ভিত্তি। চীন ও নাউরুর সম্পর্ক সঠিক পথে ফিরে এসেছে বহু মূল্য দিয়ে। চীন ও নাউরুর অর্থনীতি একে অপরের পরিপূরক। দু’দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনাও উজ্জ্বল। চীন নাউরু’র সঙ্গে নানা পর্যায়ের বিনিময় জোরদার করে দেশশাসনের অভিজ্ঞতা শেয়ার করতে এবং চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে ইচ্ছুক। (লিলি/আলিম)