সুইডেনকে ন্যাটো জোটে যোগদানে তুর্কি সংসদের অনুমোদন
2024-01-24 11:04:45

জানুয়ারি ২৪: গতকাল (মঙ্গলবার) রাতে তুর্কি সংসদে পক্ষে ২৮৭টি ও বিপক্ষে ৫৫টি ভোটের মাধ্যমে সুইডেনকে ন্যাটো জোটে যোগদানে অনুমোদন দেওয়া হয়।

এদিন তুর্কি সংসদের অধিবেশনে সুইডেনের ন্যাটোয় অংশগ্রহণের প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়েছে। ৩৪৬জন সংসদ সদস্য ভোটে অংশ নেন। এ প্রস্তাব সংসদের অনুমোদনের পর ন্যাটোতে যোগ দেওয়ার দলিলে সই করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এখন ন্যাটোর বিভিন্ন সদস্যদেশের মধ্যে শুধু হাঙ্গেরি সুইডেনকে অনুমোদন দেয় নি।

 

বিশ্লেষকরা মনে করেন, তুরস্কের অবশেষে সুইডেনকে ন্যাটোয় যোগ দিতে অনুমোদন দেওয়া থেকে বোঝা যায়, সন্ত্রাসদমনে সুইডেনের সংশ্লিষ্ট পদক্ষেপে স্বীকৃতি দেয় তুরস্ক। ন্যাটোয় যোগ দেওয়ার জন্য জাতীয় সংবিধান ও আইন সংশোধন করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে সন্ত্রাসদমন সহযোগিতা করেছে সুইডেন।

 

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে ন্যাটোতে যোগ দিতে আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। তবে নিয়ম অনুযায়ী ন্যাটোর সব দেশের অনুমোদন পেলে নতুন সদস্যদেশ অন্তর্ভুক্ত করা যাবে। গত বছরের এপ্রিল মাসে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার অনুমোদন পায়।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)