ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজায় আরও ৪০ জন নিহত
2024-01-24 18:16:15

জানুয়ারি ২৪: গতকাল (মঙ্গলবার) দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়। ফিলিস্তিন টিভি এ তথ্য জানায়।

গাজার স্বাস্থ্য বিভাগ জানায়, হামলার কারণে খান ইউনিসের নাসের হাসপাতাল একদিকে যেমন আহতদের চিকিত্সা দিতে পারছে না, তেমনি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরও করা যাচ্ছে না।  পাশাপাশি, স্থানীয় যোগাযোগ বিঘ্নিত হওয়ায় উদ্ধারকাজও বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে, ইসরায়েলের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, এদিন খান ইউনিসের পশ্চিমাঞ্চলে শতাধিক হামাস জঙ্গি নিহত হয়েছে এবং হামাসের ভূগভর্স্থ টানেলসহ কিছু আস্তানা ধ্বংস হয়েছে। ইসরায়েল সীমান্তের কাছে গাজা উপত্যকায় এখনও ফিলিস্তিনের সশস্ত্র দলের সদস্যরা সক্রিয় আছে বলেও তিনি উল্লেখ করেন।

একই দিনে ইসরায়েলি বাহিনী কর্তৃক প্রকাশিত এক বিবৃতি অনুসারে, খান ইউনিসে তারা একটি হামাসের গুরুত্বপূর্ণ ভূগভস্থ টানেল নেটওয়ার্ক পেয়েছে। এটি প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ।

এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘন্টায় ইসরায়েলের হামলায় গাজায় ১৯৫ জন নিহত ও ৩৫৪ জন আহত হয়। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ শুরুর পর গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ২৫৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৬৩ হাজারের বেশি আহত হয়। (অনুপমা/আলিম)