গাজা উপত্যকায় শান্তির জন্য একমাত্র সমাধান হলো দ্বি-রাষ্ট্র
2024-01-24 16:52:38


জানুয়ারি ২৪, সিএমজি বাংলা ডেস্ক: দ্বি-রাষ্ট্রীয় সমাধান হল ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তি অর্জনের একমাত্র কার্যকর উপায় এবং নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য অবশ্য প্রয়োজনীয়। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন  জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন। নিরাপত্তা পরিষদের একটি উচ্চ পর্যায়ের উন্মুক্ত বিতর্কে তিনি একথা বলেন। ইসরায়েলি নেতৃত্বের দ্বি-রাষ্ট্র সমাধানের প্রত্যাখ্যান অগ্রহণযোগ্যবলেও মন্তব্য করেন চাং।

তিনি জোর দিয়ে বলেন, "গত সপ্তাহে ইসরায়েলি নেতার 'দু-রাষ্ট্র সমাধান' প্রত্যাখ্যান করা এবং ফিলিস্তিনিদের রাষ্ট্রত্বের অধিকারকে অস্বীকার করার বিষয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য।”

চাং বলেন " দুই রাষ্ট্র সমাধান ছাড়া গাজা উপত্যকায় যুদ্ধোত্তর ব্যবস্থা নিয়ে যে কোনো আলোচনা চোরাবালিতে বাড়ি বানানোর মতো।”

চাং বলেন, এই মুহুর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিকে আরও দুর্বল করে এমন পদক্ষেপ বন্ধ করা। এর জন্য প্রথমে এবং সর্বাগ্রে দরকার, গাজায় ইসরায়েল দ্বারা  ফিলিস্তিনি জনগণের জোরপূর্বক স্থানান্তর বন্ধ করা, পশ্চিমে তীরে বসতি স্থাপনের সম্প্রসারণের অবসান  এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে তল্লাশি, গ্রেপ্তার এবং আক্রমণের অবসান ।

চাং আরও বলেন, চীন যত তাড়াতাড়ি সম্ভব একটি আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করার জন্য এবং অর্থবহ বহুপাক্ষিক প্রক্রিয়া চালু করার জন্য জোরদার কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছে যাতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের রাজনৈতিক সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করা যায়।

শান্তা/হাশিম