‘ছোট’ প্যাকেজের মধ্য দিয়ে ‘বড়’ অর্থনীতি প্রতিফলিত: সিএমজি সম্পাদকীয়
2024-01-24 15:32:29


জানুয়ারি ২৪: আর কিছুদিন পর চীনের বসন্ত উত্সব শুরু হবে। চীনের বিভিন্ন এক্সপ্রেস ডেলিভারি ওয়েবসাইটে পৃথক পৃথকভাবে ‘বসন্ত উত্সবে ডেলিভারি বন্ধ হবে না’ শীর্ষক শ্লোগান দেওয়া শুরু করেছে। যেমন, পণ্য স্থানান্তর কেন্দ্র ও পরিষেবা কেন্দ্র স্বাভাবিকভাবে খোলা আছে এবং সেবা হটলাইন ২৪ ঘণ্টা খোলা আছে প্রভৃতি। এবারের বসন্ত উত্সবে চীনের এক্সপ্রেস ডেলিভারি শিল্পের ব্যস্ততার মধ্য দিয়ে চীনা অর্থনৈতিক উন্নয়নের উষ্ণতা ফুটে উঠেছে।

 

চীন কর্তৃপক্ষ গত ২২ জানুয়ারি প্রকাশিত পরিসংখ্যানে জানায়, ২০২৩ সালে চীনের এক্সপ্রেস ডেলিভারি শিল্প বিনিময়ের মোট পরিমাণ ১৩২.০৭ বিলিয়ন, যা ২০২২ সালের তুলনায় ১৯.৪ শতাংশ বেশি এবং টানা দশ বছরেই বিশ্বের প্রথম স্থানে রয়েছে। এগুলো এক্সপ্রেস ডেলিভারির মধ্যে রয়েছে দেশি-বিদেশি প্যাকেজ, অর্থাত্ গোটা বিশ্বে লেনদেন করা হয়েছে। বিগত দশ বছরে চীনের এক্সপ্রেস ডেলিভারি প্যাকেজের সংখ্যা বিপুলমাত্রায় বেড়েছে। এর পরিমাণ ইতোমধ্যে বিশ্বের ৬০ শতাংশের বেশি। স্পেনের জনৈক ভোক্তা রদরিগেজ বলেন, ‘পাঁচ দিনের কম সময়ে অনলাইনে বুকিং দেওয়া একটি গাড়ির পরিদর্শন যন্ত্র বাসায় এসেছে।’ চীনের এক্সপ্রেস ডেলিভারির গতি দেখে তিনি বিস্মিত।

পরিষেবা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চীনা এক্সপ্রেস ডেলিভারি শিল্প চীনের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ রেফারেন্স সূচক। কীভাবে চীনের এক্সপ্রেস ডেলিভারি শিল্প এগিয়েছে?

এক্সপ্রেস ডেলিভারি প্রথমে ভোক্তাদের ‘কেনার’ সঙ্গে জড়িত। ১৪০ কোটিরও বেশি চীনা বিশ্বের ভোগ বাজারে শক্তিশালী সুপ্তশক্তি হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিদিন ৩৫০টি প্যাকেজ সরবরাহ করা হয়, এটি বর্তমান চীনের এক্সপ্রেস ডেলিভারি শিল্পের বাস্তব অবস্থা। ২০২৩ সালে চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কেনাকাটার অবদান ৮২.৫ শতাংশ, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ৪.২ শতাংশ পয়েন্ট যোগ করেছে। বর্তমান চীনে নেটিজেনের সংখ্যা ১০০ কোটিরও বেশি, অনলাইনে খুচরা-বিক্রির মূল্য গোটা সমাজের ভোগ্য পণ্যের মোট খুচরা-বিক্রির ২৭.৬ শতাংশ, যা তিন ভাগের এক ভাগ।

 

প্যাকেজ সরবরাহে কতদিন লাগবে? তা গ্রাহকের সন্তোষের সঙ্গে জড়িত। বর্তমানে চীন বিশ্বে একমাত্র জাতিসংঘের শিল্প শ্রেণীবিভাগের তালিকায় সম্পূর্ণ শিল্প শ্রেণীবিভাগ পাওয়ার একটি দেশ। শক্তিশালী শিল্প সমন্বয় দক্ষতা এবং সরবরাহ চেইন চীনা শিল্পপ্রতিষ্ঠানের পণ্য উত্পাদনের গতি এবং এর প্রতিক্রিয়ায় পদক্ষেপ নেওয়ার গতির শক্তিশালী নিশ্চয়তা দিয়েছে।

চীনের শানতুং প্রদেশের রিজাও শহরের একটি কাপড়ের কারখানার প্রধান বলেন, বিদেশি গ্রাহকের চাহিদা শোনা থেকে জিনিসের নমুনা পাওয়া পর্যন্ত এই পূর্ণাঙ্গ প্রক্রিয়ায় তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণ করতে পারেন। আন্তঃদেশীয় ই-কর্মাস শুরু থেকে চীনা পণ্য দ্রুত বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২৩ সালে আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়ন গতি ধীর হয়। এমনকি সূচক নিচের দিকে চলে যাওয়ার প্রেক্ষাপটে চীনের আন্তর্জাতিক ই-কর্মাস রপ্তানির পরিমাণ ১৯.৬ শতাংশ বেশি হওয়ার প্রধান কারণ। এই প্রবণতায় আরও দেখা গেছে যে, ২০২৩ সালে চীনের এক্সপ্রেস ডেলিভারি প্যাকেজের মধ্যে আন্তর্জাতিক এবং চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ানের এক্সপ্রেস ডেলিভারি প্যাকেজের পরিমাণ ২০২২ সালের একই সময়ের তুলনায় ৫২ শতাংশ বেড়েছে।

প্যাকেজ সরবরাহের মধ্যে পরিবহন অবকাঠামো নির্মাণ এবং লজিস্টিক ব্যবস্থা যেন মানবদেহের ‘রক্তনালী’, যা এক্সপ্রেস ডেলিভারি শিল্পের সুষ্ঠু চালনা নিশ্চিত করেছে। চীনে ইতোমধ্যেই বিশ্বে সর্বোচ্চ গতির রেল নেটওয়ার্ক, উচ্চ গতির সড়ক নেটওয়ার্ক এবং বিশ্বমানের বন্দর-গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে। মার্কিন প্লাইমাউথ রক ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপক জেমস স্টোন সিএমজি’র সম্পাদকীয়তে বলেছেন, ‘চীন সরকার দেশের অবকাঠামো নির্মাণকাজে বেশ ভাল। উচ্চ গুণগত মানের উচ্চ গতির সড়ক ও রেল শিল্পপ্রতিষ্ঠানের কম খরচে উচ্চ গতিতে পণ্য সরবরাহের ভিত্তি তৈরি করেছে’।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)