চীন অ্যান্টিগা অ্যান্ড বারবুডার সঙ্গে সম্পর্কের আরও উন্নয়নে ইচ্ছুক: সি চিন পিং
2024-01-24 19:59:08

জানুয়ারি ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, তার দেশ আ্যান্টিগা অ্যান্ড বারবুডার সাথে সহযোগিতার সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক। তিনি আজ (বুধবার) বেইজিংয়ের মহাগণভবনে অ্যান্টিগা অ্যান্ড বারবুডার সফররত প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

সি গ্যাস্টন ব্রাউনকে লক্ষ্য করে বলেন, “আপনি এই বছর চীন সফরকারী ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান প্রথম নেতা। এটি আপনার পঞ্চম চীন সফরও বটে। ১০ বছর পর আবারও আপনার সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। জনাব প্রধানমন্ত্রী চীনের জনগণের একজন পুরানো বন্ধু। আপনি সবসময় চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ মেনে চলেন, এবং চীনের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়োগুলোতে চীনকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে আসছেন। নতুন পরিস্থিতিতে চীন অ্যান্টিগা অ্যান্ড বারবুডার সাথে উন্নয়নকৌশলের সংযোগ জোরদার করতে, আরও ফলাফল অর্জনের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করতে, এবং দুই দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনতে ইচ্ছুক।”

প্রধানমন্ত্রী ব্রাউন বলেন, “চীনের উত্থাপিত ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ, বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব, বৈশ্বিক সভ্যতা প্রস্তাব, এবং বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাবের উদ্দেশ্য হলো, বিশ্বজুড়ে অভিন্ন সমৃদ্ধি ও শান্তি বাস্তবায়ন করা। এসব উদ্যোগ বা প্রস্তাব বিশ্বব্যাপী ব্যাপক স্বীকৃতিও পেয়েছে। অন্যান্য দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো চীনের সাথে আরও সম্প্রীতিমূলক ও আরো ন্যায়সঙ্গত বিশ্ব গড়ে তুলবে বলে আমি আশা করি।” (লিলি/আলিম)