‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৫৪
2024-01-24 15:23:44



                              

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।

১. চীনা গ্রামীণ এলাকায় চাপমুক্ত পরিবেশে তরুণদের জন্য চাকরি সুযোগ

 

তরুণদের কাজ করার এবং গ্রামাঞ্চলে বসবাস করার জন্য সুযোগ দিচ্ছেন চীনের গ্রামীণ উদ্যোক্তারা। তারা মনে করেন, গ্রামাঞ্চলে অবস্থানের এই ধরনের প্রস্তাবে তরুণরা এমন প্রশান্তি এবং স্বস্তি উপভোগ করতে পারবেন যা শহরগুলোতে নেই।

হাতে তৈরি কফি এবং লাইভ পারফরম্যান্স। এমন শহুরে এলাকার প্রচলিত উপাদানের সঙ্গে গ্রামাঞ্চলের আকর্ষণ।

 

পূর্ব বেইজিংয়ের শহরতলির ফিংকু জেলায়, তরুণ পেশাজীবীদের আকৃষ্ট করার জন্য সম্প্রতি বেশ কয়েকজন উদ্যোক্তা এই ধরণের আয়োজন করেছেন। 

গ্রামে ভিন্ন ধারার ইয়েসিং ক্যাফের সহ-প্রতিষ্ঠাতা লিন লি শহুরে জীবন ছেড়ে গ্রামে বসবাস করছেন।

"আমার নিজের স্টুডিওতে বই ডিজাইনের এক দশক পর, আমার স্বামী এবং আমি ২০১৮ এর এপ্রিল থেকে ফিংকুতে গ্রামীণ জীবন বেছে নিয়েছি। প্রাথমিকভাবে, আমাদের জায়গাটিতে কোনো ক্যাফে ছিল না। কিন্তু, বন্ধুর মাধ্যমে উৎসাহিত হয়ে আমরা একটি ফ্যামিলি টাইপস কফি শপ চালু করি। এর পর তাৎক্ষণিক সাড়া পাই আমরা। প্রথমে স্থানীয়দের কাছে, তারপর মুখের কথা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কফি শপটি। এরপর থেকে আমাদের আর পেছনে তাকাতে হয়নি।‘’ 

 

তার ক্যাফেতে ভোক্তারা, পোষা প্রাণী আনতে পারেন এবং বাড়ির উঠোনে জন্মানো হাথর্ন ফল থেকে ওয়াইন তৈরি করতে পারে। 

তাদের দৈনন্দিন রুটিন থেকে গতি পরিবর্তনের প্রস্তাব দিয়ে খণ্ডকালীন কর্মী নিয়োগ করতে চান লিন। সৃজনশীল তরুণদের নিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

 

"আমরা সৃজনশীল, কল্পনাপ্রবণ তরুণদের নিয়োগ করতে চাইছি, যা আমাদের গ্রামীণ ক্যাফের জন্য বেশ চ্যালেঞ্জিং, বিশেষ করে ব্যস্ত সপ্তাহান্তে এবং ছুটির দিনে। যদিও বারিস্তাদের নিয়োগ নির্দিষ্ট নেটওয়ার্কের মাধ্যমে পরিচালনা করা যায়, খণ্ডকালীন কর্মী খুঁজে পাওয়া কঠিন। পর্যাপ্ত কফি এবং গ্রামীণ জীবন অভিজ্ঞতার সুযোগ আমাদের সেরা অফার। এটি শহরের কর্মীদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবর্তন হতে পারে’’।

 

গ্রামীণ জীবন শুধু বারিস্তাদেরই নয়, সংগীত শিল্পীদেরও অনুপ্রাণিত করে।

সু তুয়ো কুছাং ব্যান্ড এবং থংসিং মিউজিক কম্যিউনের প্রতিষ্ঠাতা।

 

২০০২ সালে প্রতিষ্ঠিত, ব্যান্ডটি বেইজিংয়ে অভিবাসী যুবকদের জন্য শুরু হয়। তারা প্রাথমিকভাবে রাস্তায় পারফর্ম করে, পরে কারখানা, নির্মাণ সাইট এবং অভিবাসী স্কুলে শ্রমিকদের জন্য গান গায় তারা। 

অভিবাসী কর্মীদের জন্য একটি দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রথমে যাত্রা করে তারা। পরবর্তীতে তার সংগীত কমিউন গ্রামীণ পুনরুজ্জীবনের কারণে লাইভ শো, মিউজিক রেকর্ডিং এবং পর্যটকদের ক্যাম্প করার জায়গা দেওয়ার জন্য প্রসারিত হয়।

দেশীয় সংগীতকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সু এবং তার ব্যান্ডের এখন সোশ্যাল মিডিয়ার পরিচিতি বেশি দরকার বলে মনে করেন তিনি। তাই তরুণ পেশাদারদের সহযোগিতার জন্য তিনি লোক নিয়োগ করতে চান বলেও জানান।

"আমরা প্রতি সপ্তাহান্তে সংগীত পরিবেশনার আয়োজন করি। এই ইভেন্টগুলো, গ্রামীণ এলাকায় তরুণ প্রতিভাকে আকৃষ্ট করতে আমাদের ক্যাম্পসাইট সহ, ব্র্যান্ডকে উন্নত এবং ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার অংশ।’

 

উদ্যোক্তারা বলছেন, গ্রামে প্রশান্তি, বিশ্রাম এবং পরিবর্তনের বৈশিষ্ট্যযুক্ত চাকরিগুলো তরুণদের একটি বিকল্প জীবনধারা পছন্দের সুযোগ করে দেয়। 

 

প্রতিবেদক : রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদক : মাহমুদ হাশিম

 

২. বাংলাদেশে ১৭ বছর ধরে চীনা ভাষা শিক্ষা দিচ্ছে নর্থ সাউথ ইউনিভারসিটির কনফুসিয়াস ইন্সটিটিউট

বাংলাদেশের অনেক তরুণ চীনা ভাষা শিখে বিদেশে উচ্চশিক্ষার পথ প্রশস্ত করছেন এবং ক্যারিয়ারেও উন্নতি করছেন।

বাংলাদেশে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট। চীনা ভাষা ও সংস্কৃতির এক দ্বীপ গড়ে উঠেছে এখানে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রথম কনফুসিয়াস ইন্সটিটিউট এটি।

২০০৬ সালে  এর যাত্রা শুরু হয়। এটি চীনের ইয়ুননান ইউনিভার্সিটি ও বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভারসিটির প্রতিষ্ঠিত।

নর্থসাউথ ইউনিভারসিটির কনফুসিয়াস ইন্সটিটিউটের স্থানীয় পরিচালক ড.বুলবুল আশরাফ সিদ্দিকী বলেন,

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরুণদের ভিনদেশি এই ভাষা শেখানোর ক্ষেত্রে কাজ করছে।

 

এখানে দশজন শিক্ষক আছেন। বর্তমানে চীনাভাষার পাঠ নিচ্ছেন ১৩০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন আছেন তেমনি বাইরের শিক্ষার্থীদের জন্যও এটি উন্মুক্ত।

 

কনফুসিয়াস ইন্সটিটিউট বাংলাদেশী তরুণতরুণীদের জন্য বৃত্তি নিয়ে  চীনে উচ্চশিক্ষা গ্রহণের পথ প্রশস্ত করছে।

বাংলাদেশ ও চীনের সম্পর্ক উন্নয়নে কাজ করছে কনফুসিয়াস ইন্সটিটিউট । শিক্ষার্থীদের কর্মসংস্থানেও ভূমিকা রাখছে।

 

মা সিয়াওইয়ান, নর্থসাউথ ইউনিভারসিটির , কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিচালক। তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রায় দশ হাজার শিক্ষার্থীকে আমরা চীনা ভাষা শিখিয়েছি। ২০১৬ সালে প্রেসিডেন্ট সি এখানে আসায় আমরা সম্মানিত হয়েছি।  বাংলাদেশী শিক্ষার্থীরা চীনা ভাষা শিখতে খুব পছন্দ করেন। প্রতি সেমিস্টারে প্রায় ২০০ জন চীনা ভাষা শেখে। বছরে প্রায় ৬০০জন চীনা ভাষা শিখছেন। চীনা ভাষা শিখে তারা চীনা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছেন।’

 

নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটে চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের সেতু গড়ে তুলছেন তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা।

 

প্রতিবেদক : শান্তা মারিয়া

 

৩. বেইজিংয়ে তৃণমূল কর্মীদের প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

 

সম্প্রদায়, উপ-জেলা এবং স্থানীয় বাসিন্দা কমিটির প্রায় ২শ’ কর্মী সদস্যদের জন্য প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের আয়োজন করেছে বেইজিং ইমার্জেন্সি মেডিকেল সেন্টার।

 

সম্প্রতি আয়োজিত প্রশিক্ষণে কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন (সিপিআর) এবং কীভাবে স্বয়ংক্রিয় বাইরের ডিফিব্রিলেটর ব্যবহার করা যায় তা অন্তর্ভুক্ত ছিল। 

 

প্রশিক্ষণের লক্ষ্য হল, স্থানীয় বাসিন্দাদের যেকোনো জরুরি প্রয়োজনে প্রশিক্ষিত কর্মীরা যেনো প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা আরও কার্যকরভাবে নিতে সাহায্য করতে পারে। এটি একটি ৪ মিনিটের স্ব-উদ্ধার এবং পারস্পরিক সাহায্য ব্যবস্থা গড়ে তোলার কেন্দ্রের প্রচারণার অংশ। এই কার্যক্রমের প্রশিক্ষক ও প্রশিক্ষার্থীদের বেশিরভাগই তরুণ।

 

প্রতিবেদক : রওজায়ে জাবিদা ঐশী

 

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।  

 

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী 

অডিও সম্পাদনা: রফিক বিপুল

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী