চীন-নাউরু সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে: ওয়াং ই
2024-01-24 16:15:08


জানুয়ারি ১: চীন-নাউরু সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (বুধবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

নাউরু’র পররাষ্ট্রমন্ত্রী হোন লিউনেলের সঙ্গে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ফের প্রতিষ্ঠার জন্য এক ইস্তাহারে স্বাক্ষরের পর, এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, নয় দিন নাগে নাউরুর মন্ত্রিসভা তাইওয়ান অঞ্চলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। এটি নাউরু সরকারের নেওয়া স্বাধীন ও সঠিক সিদ্ধান্ত, চীনের সরকার যার ভূয়সী প্রশংসা করে।

ওয়াং ই বলেন, নাউরু চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী ১৮৩তম দেশ। দু’দেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব বেশি হলেও, দু’দেশের জনগণের মৈত্রী দীর্ঘকালের। উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও নাউরু অর্থনীতির উন্নয়ন, গণজীবিকার উন্নয়ন, ও আধুনিকায়নের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।  দু’দেশ ‘দক্ষিণ বিশ্বের’ গর্বিত সদস্য।

তিনি বলেন, নিজ নিজ সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা, উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা করা, এবং সাম্য ও সুশৃঙ্খল বহুমেরুর গড়ে তোলার ব্যাপারে কাজ করে যেতে দু’দেশই ইচ্ছুক।

ওয়াং ই আরও বলেন, ছোট-বড়, ধনী-দরিদ্র নির্বিশেষে সকল দেশ আন্তর্জাতিক সমাজের গুরুত্বপূর্ণ সদস্য। চীন বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির ভিত্তিতে নাউরু’র সঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর করতে, কল্যাণকর সহযোগিতা বেগবান করতে, এবং গণমৈত্রী জোরদার করতে আগ্রহী। চীন ও নাউরুর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা আবারও প্রমাণ করেছে যে, ‘এক-চীননীতি’ একটি অপরিহার্য ঐতিহাসিক ধারা।

(রুবি/আলিম/লাবণ্য)