তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর প্রতি সচেতনতার আহ্বান চীনের
2024-01-24 16:20:35

জানুয়ারি ২৪: এখনও যে-কয়েকটি দেশ চীনের তাইওয়ান অঞ্চলের সঙ্গে তথাকথিত কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, তাদের উচিত ঐতিহাসিক ধারার ব্যাপারে সচেতন হওয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ (বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও সফররত নাউরুর পররাষ্ট্রমন্ত্রী হোন লিউনেল বেইজিংয়ে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ইস্তাহারে স্বাক্ষর করেন। এখন নাউরু চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী ১৮৩তম দেশ। এ থেকে আরেকবার প্রমাণিত হয়েছে যে, বিশ্বে একটি মাত্র চীন রয়েছে এবং তাইওয়ান তার অবিচ্ছেদ্য একটি অংশ। এটি আন্তর্জাতিক সামাজে স্বীকৃত আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতিও বটে। চীনের একীকরণের ঐতিহাসিক ধারা ব্যাহত করা যাবে না।

মুখপাত্র আরও বলেন, বর্তমানে চীনের সাথে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশগুলোর সম্পর্ক গভীরতর হচ্ছে। চীন ও নাউরুর কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা দু’দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ। চীন পারস্পরিক সম্মান, সহযোগিতা, অভিন্ন কল্যাণ, উন্মুক্তকরণ, ও সহনশীলতার ভিত্তিতে নাউরুর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চালাতে চায়, যাতে দু’দেশের জনগণ ও পরবর্তী প্রজন্ম লাভবান হতে পারে। (রুবি/আলিম/লাবণ্য)

 

 

 

。中方将秉持“四个充分尊重”政策,在平等相待、相互尊重、合作共赢、开放包容基础上,同瑙方开展各领域交流合作,造福两国人民和子孙后代。

 

  现在还有极少数国家与台湾保持所谓的“邦交”关系。我们呼吁这些国家认清历史潮流,把握历史性机遇,站在国际社会一边,站在国际正义一边,站在历史正确一边。友好不分先后,中方愿在一个中国原则基础上翻开与这些国家关系新的一页。(完)