বিশেষজ্ঞ, শিল্পপতি এবং শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, স্বাস্থ্য ও ক্রীড়াসহ বিভিন্ন খাতের প্রতিনিধির আলোচনাসভা অনুষ্ঠিত
2024-01-24 11:14:58

জানুয়ারি ২৪: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) বিকেলে বিশেষজ্ঞ, শিল্পপতি এবং শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, স্বাস্থ্য ও ক্রীড়াসহ বিভিন্ন খাতের প্রতিনিধিদের আলোচনাসভা পরিচালনা করেন। এসময় তিনি “সরকারি কার্যবিবরণী” সম্পর্কিত মতামত ও প্রস্তাবগুলো শুনেছেন।

প্রতিনিধিরা মনে করেন, গত বছর চীনের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেয়েছে, অনেক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে। সাফল্য অর্জন করা সহজ নয়। এ ছাড়া বর্তমান উন্নয়নে সমস্যা এবং চলতি বছর সরকারি কাজে মতামত ও প্রস্তাব দেওয়া হয়।

 

লি ছিয়াং বলেন, গত বছর বিভিন্ন অঞ্চল ও বিভিন্ন বিভাগ সার্বিকভাবে সিপিসি’র বিংশ জাতীয় কংগ্রেসের চেতনা অনুসরণ করেছে, চীনের উন্নয়ন বাহ্যিক চাপ সহ্য করেছে, অভ্যন্তরীণ জটিলতা অতিক্রম করেছে, নতুন গুরুত্বপূর্ণ উন্নয়ন বাস্তবায়ন করেছে। যদিও বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ ছিল, তবুও চীনের উন্নয়নে অসুবিধার চেয়ে অনুকূল পরিবেশ বেশ শক্তিশালী। তাই, অর্থনৈতিক সমন্বয় ও দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রবণতার পরিবর্তন হবে না।

 

তিনি জোর দিয়ে বলেন, সার্বিকভাবে সিপিসি’র কেন্দ্রীয় সিদ্ধান্ত ও বন্টন কার্যকর করে, চলতি বছর অর্থনৈতিক সমাজ উন্নয়নে বিভিন্ন কাজ করতে হবে। আরো ভালোভাবে বহুমুখী নিয়ন্ত্রণের ভূমিকা পালন করতে, সংস্কারে অবিচল থাকার পাশাপাশি উন্মুক্তকরণ সম্প্রসারণ করতে হবে এবং অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণ ও মানুষের জীবিকার ক্ষেত্রে সুবিধা দিতে হবে।

 

লি ছিয়াং আশা করেন, মৌলিক পর্যায় ও বিভিন্ন পক্ষের দাবির আলোকে আরো বেশি বাস্তব প্রস্তাব উত্থাপন করতে হবে এবং চীনের উচ্চমানের উন্নয়নে বুদ্ধি ও শক্তি যুক্ত করতে হবে।

(প্রেমা/তৌহিদ/ছাই)