চীন বিভিন্ন দেশের সঙ্গে সন্ত্রাসদমনে সহযোগিতা জোরদার করতে চায়: চীনা মুখপাত্র
2024-01-24 14:20:26

জানুয়ারি ২৪: চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রেস অফিস গতকাল (মঙ্গলবার) ‘চীনা সন্ত্রাসদমন আইনি ব্যবস্থা ও এর বাস্তবায়ন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করেছে। এ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, চীন অব্যাহতভাবে বিভিন্ন দেশের সঙ্গে সন্ত্রাসদমনে সহযোগিতা জোরদার করতে এবং সক্রিয়ভাবে বিশ্বের সন্ত্রাসদমন পরিচালনায় অংশগ্রহণ করতে চায়। চীন বিশ্বের সন্ত্রাসদমন কাজের সুষ্ঠু উন্নয়ন জোরদার করবে এবং আন্তর্জাতিক শান্তি স্থিতিশীলতা রক্ষা করবে। গতকালের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

মুখপাত্র বলেন, চীন সন্ত্রাসবাদের শিকার হিসেবে দীর্ঘসময় ধরে সন্ত্রাসের হুমকির মুখে ছিল। চীন সার্বিকভাবে নিজের সন্ত্রাসদমন কাজ করে এবং বিদেশের অভিজ্ঞতা থেকে শিখে নিজস্ব জাতীয় অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ সন্ত্রাসদমনের পথ খুঁজে পেয়েছে, কার্যকর পদ্ধতিতে জাতীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করেছে এবং বিশ্ব ও আঞ্চলিক স্থিতিশীল নিরাপত্তায় ইতিবাচক অবদান রেখেছে।

শ্বেতপত্র নিয়ে মুখপাত্র আরো বলেন, এই শ্বেতপত্রে সার্বিকভাবে চীনের সন্ত্রাসদমন আইনি ব্যবস্থা ও এর বাস্তবায়ন ব্যাখ্যা করেছে, সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধ ও শাস্তি প্রদান করার পাশাপাশি মানবাধিকারের প্রতি সম্মান ও তা রক্ষা করার নীতি প্রকাশ করেছে। যা চীনা আইনি চেতনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী নীতির সমন্বয় ও ঐক্য প্রতিফলিত করেছে।

(তুহিনা/তৌহিদ/রুবি)