জানুয়ারি ২৪: গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘দুই রাষ্ট্র তত্ত্ব’ প্রত্যাখ্যান করেছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদের উচ্চ-পর্যায়ের বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস গতকাল (মঙ্গলবার) এ মন্তব্য করেন।
তিনি বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের একমাত্র উপায় হল ‘দুই রাষ্ট্র তত্ত্ব’ বাস্তবায়ন। ‘দুই রাষ্ট্র তত্ত্ব’ প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকারকে অস্বীকার করা হলে, ফিলিস্তিনি-ইসরায়েল সংঘাত অনির্দিষ্টকালের জন্য দীর্ঘায়িত হবে।
বৈঠকে গাজায় যথেষ্ট মানবিক সাহায্য পাঠানোর সুযোগ সৃষ্টির জন্য, সেখানে আবারও মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। (লিলি/আলিম)