‘চীনের সন্ত্রাসদমন আইনব্যবস্থা ও চর্চা’ শীর্ষক শ্বেতপত্রের ব্যাখ্যা দিলেন চীনা মুখপাত্র
2024-01-23 16:48:00

জানুয়ারি ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্যকার্যালয় কর্তৃক প্রকাশিত ‘চীনের সন্ত্রাসদমন আইনব্যবস্থা ও চর্চা’ শীর্ষক শ্বেতপত্রের ব্যাখ্যা দেন।

তিনি বলেন, চীন নিজে সন্ত্রাসবাদের শিকার। বহু বছর ধরেই চীন সন্ত্রাসবাদের প্রকৃত হুমকির মোকাবিলা করে আসছে। বছরের পর বছর ধরে, চীন নিজস্ব সন্ত্রাসবিরোধীসংশ্লিষ্ট আইন ও এর চর্চা উন্নত থেকে উন্নততর করেছে এবং এক্ষেত্রে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করেছে। চীন বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতায় ইতিবাচক অবদান রেখে চলেছে।

মুখপাত্র বলেন, শ্বেতপত্রে ব্যাপকভাবে ও পদ্ধতিগতভাবে চীনের সন্ত্রাসবিরোধী আইনী ব্যবস্থা ও চর্চা তুলে ধরা হয়েছে। সন্ত্রাসবাদী অপরাধ চিহ্নিতকরণ ও শাস্তির জন্য যথাযথ মানদণ্ড তৈরির ক্ষেত্রে চীনের অর্জিত সাফল্যও এতে তুলে ধরা হয়েছে।  এই শ্বেতপত্রে চীনের আইনি চেতনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী নীতির মধ্যে সমন্বয়ের চিত্র ফুটে উঠেছে।

মুখপাত্র আরও বলেন, সন্ত্রাসবাদ মানবজাতির অভিন্ন শত্রু, যা গুরুতরভাবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করে চলেছে। চীন বিভিন্ন দেশের সাথে সন্ত্রাসদমন খাতে সহযোগিতা জোরদার করতে এবং সম্মিলিতভাবে যে-কোনো ধরণের সন্ত্রাসবাদ দমন করতে আগ্রহী। (লিলি/আলিম)