চৌ হুয়া চিয়ান
2024-01-23 15:09:10

চৌ হুয়া চিয়ান ১৯৬০ সালের ২২ ডিসেম্বরে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। চীনের মূল-ভূখণ্ডের শান থৌ শহরের ছাও নান অঞ্চল তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি হচ্ছেন চীনা ভাষার পপসংগীত শিল্পী, সুরকার ও অভিনেতা। তিনি তাইওয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ১৯৮৪ সালে তিনি শোবিজ জগতে পা রাখেন। ১৯৮৭ সালে তিনি ‘হৃদয়ের দিক’ অ্যালবাম দিয়ে সংগীতপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেন। একই বছর তিনি প্রথমবারের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৯ সালে তিনি তাঁর পঞ্চম অ্যালবাম ‘ট্রুয়েস্ট ড্রিম’ প্রকাশ করেন। 

কেমন লেগেছে গানটি? নিশ্চয় আপনাদের ভালো লাগার কথা। ১৯৯১ সালের নভেম্বর চৌ হুয়া চিয়ান ‘তুমি আমাকে সুখী ও দুখী করেছো’ শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের জন্য তিনি ‘চমকপ্রদ’ ও ‘অন্ধকারের ভয়’সহ চারটি গানে কণ্ঠ দেন। অ্যালবাম প্রকাশ করার পর বার্ষিক বিক্রির পরিমাণ ২০ লাখ ছাড়িয়ে যায়। অ্যালবামের শিরোনাম ও প্রধান গানটি চীনাভাষী সংগীতমহলে তাঁর অবস্থান পোক্ত করে।

 

১৯৯৫ সালের জুলাই চৌ হুয়া চিয়ান ‘প্রেম আমাদের অনুসরণ করে’ শীর্ষক অ্যালবাম প্রকাশ করেন। তিনি অ্যালবামের জন্য প্রেমের গান ‘ভালবাসার মানুষ’ সৃষ্টি করেন। অ্যালবামটি সিঙ্গাপুর এসপিভিএ বার্ষিক বেস্ট সেলিং পুরুষ অ্যালবাম পুরস্কার জেতে। পাশাপাশি শিরোনাম ও প্রধান গান ‘প্রেম আমাদের অনুসরণ করে’ চ্যানেল ভি শীর্ষ ২০ চীনা গান পুরস্কার জেতে। তাহলে বন্ধুরা, এখন আমি অ্যালবামের শিরোনাম গান ‘প্রেম আমাদের অনুসরণ করে’ আপনাদের শোনাবো। কেমন? সঙ্গে সঙ্গে শোনাবো, তাঁর গাওয়া গান ‘ভালবাসার মানুষ’। গানটি তাঁর ও নারী কণ্ঠশিল্পী ছি ইয়ু’র দ্বৈতকণ্ঠে গাওয়া। গানটির ম্যান্ডারিন ও ক্যান্টোনিজ দু’টো সংস্করণ আছে। কিন্তু আজকে আমি ম্যান্ডারিন সংস্করণটি আপনাদের শোনাবো।

বন্ধুরা, ‘একটি  দুষ্পাঠ্য শাস্ত্র’ হুয়া চিয়ানের একটি ক্যান্টোনিজ গান, যা তাঁর ১৯৯৬ সালের ২০ ডিসেম্বরে প্রকাশিত অ্যালবাম ‘বাঁচা’-এ অন্তর্ভূক্ত করা হয়। গানটি পাশাপাশি ১৯৯৭ সালে হংকং টিভিবি’র খুবই জনপ্রিয় একটি টিভি নাটকের থিমসংও। গানটি বৌদ্ধ ধর্মের দিক থেকে “গাছগুলো শান্ত থাকতে চায়, তবে বাতাস কমবে না” এর ব্যাখ্যা করেছে। নিয়তি সর্বদা একটি অনুভূতি যা অন্ধকারে পূর্বনির্ধারিত হয়েছে। নিখুঁত বিশ্বের সাধনা কেবল এক ধাপ দূরে বলে মনে হয়, কিন্তু বাস্তবতা একটি অগম্য চিন্তা ও আবেগ। খুব দার্শনিক বক্তব্য, তাইনা? 

 

‘কিছুই তোমার প্রতি আমার ভালবাসাকে আটকাতে পারবে না’ হলো ১৯৯৪ সালে হুয়া চিয়ান-প্রকাশিত একটি ম্যান্ডারিন অ্যালবাম। শুধু তাইওয়ান অঞ্চলে অ্যালবামটির বার্ষিক বিক্রির পরিমাণ ৭ লাখ ৪০ হাজার অতিক্রম করে। অ্যালবামে অন্তর্ভূক্ত ‘আমি সত্যিই যেতে চাই না’ এবং ‘কিছুই তোমার প্রতি আমার ভালবাসাকে আটকাতে পারবে না’ দু’টো খুবই জনপ্রিয় গান এবং চীনাভাষী মহলে সর্বোত্কৃষ্ট গান হিসাবে গণ্য। 

 (প্রেমা/রহমান)