মার্কিন রাজনীতিবিদদের নিপীড়নের ইচ্ছা দিন দিন গুরুতর হচ্ছে: চীনা মুখপাত্র
2024-01-23 11:06:29

জানুয়ারি ২৩: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, আন্তর্জাতিক সমাজের সঙ্গে কমোরসের সামাজিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ উন্নয়নে সমর্থন দেবে এবং ইতিবাচক ভূমিকা রাখবে।

জানা গেছে, ১৬ জানুয়ারি করোমোসের জাতীয় স্বাধীনতা নির্বাচন কমিটি প্রেসিডেন্ট আজালি আসোমানির প্রথম দফা বিজয় ঘোষণা করার পর, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স নির্বাচন ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এ সম্পর্কে চীনা মুখপাত্র ওয়াং বলেন, প্রেসিডেন্ট নির্বাচন কমোরসের অভ্যন্তরীণ ইস্যু, সে ব্যাপারে দেশের জনগণের ইচ্ছা ও সিদ্ধান্তের প্রতি সম্মান দেওয়া উচিত।

 

করোমোসের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে দেশের সামাজিক স্থিতিশীলতার রক্ষায় সমর্থন দেয় বেইজিং এবং সংশ্লিষ্ট পক্ষকে বৈধভাবে তাদের প্রস্তাব প্রকাশ করা উচিত। আন্তর্জাতিক সমাজের উচিত এ কাজে গঠনমূলক ভূমিকা পালন করা। যে কোনো হস্তক্ষেপ নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে চীন।

(সুবর্ণা/তৌহিদ/লাবণ্য)