কফি হাউসের আড্ডা: চায়না সাউথ এশিয়া সেন্টার প্রসঙ্গ
2024-01-23 10:20:48

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত ১৭ জানুয়ারি চায়না-সাউথ এশিয়া সেন্টার ফর সোসিও-কালচারাল স্টাডিজ (SHSS)-এর উদ্বোধন করা হয়। এ সেন্টার কী প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয় এবং তার ভবিষ্যত পরিকল্পনা কী? আজকের অনুষ্ঠানে এসব বিষয় নিয়ে আলাপ করবো অধ্যাপক তৌফিক হকের সঙ্গে। প্রফেসর এসকে তৌফিক এম. হক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (NSU) মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের (SHSS) ডিন এবং ইউনান বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত ‘চায়না-সাউথ এশিয়া সেন্টার ফর সোসিও-কালচারাল স্টাডিজ (CSCSS)’-এর পরিচালক। ভূ-রাজনীতি, চীন ও দক্ষিণ এশিয়া অধ্যয়ন, অভিবাসন ও শরণার্থী সংকট, স্থানীয় সরকার, বিশ্বায়ন, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণায় তাঁর অবদান রয়েছে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বেশ কিছু যৌথ গবেষণা প্রকল্পে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। প্রফেসর হক সাতটি বই, বারোটি বইয়ের অধ্যায় এবং বহু বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাঁর উন্নয়নমূলক, শিক্ষামূলক এবং গবেষণা প্রকল্প পরিচালনায় পঁচিশ বছরের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। চলুন তাহলে আলাপ করি অধ্যাপক তৌফিক হকের সঙ্গে।