‘অন্য দেশের মানবাধিকার পর্যালোচনায় গঠনমূলক অংশগ্রহণ আশা করে চীন’
2024-01-23 18:46:40

জানুয়ারি ২৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মানবাধিকার পর্যালোচনা হল জাতিসংঘের কাঠামোতে বিভিন্ন দেশের মধ্যে মানবাধিকার নিয়ে সমান ও আন্তরিক যোগাযোগ, গঠনমূলক সংলাপ ও সহযোগিতার গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এ প্লাটফর্মে সকল পক্ষ অন্য দেশের মানবাধিকার পর্যালোচনার সময় গঠনমূলক ও রাজনীতিমুক্ত থাকবে বলে চীন আশা করে।

মুখপাত্র বলেন, চীন মানুষকেন্দ্রিক মানবাধিকার ধারণায় বরাবরই অবিচল এবং মানুষের সুখকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবাধিকার হিসেবে গণ্য করে। যুগের প্রবণতা ও নিজ দেশের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি উন্নয়নের পথে চলে চীন এবং মানবাধিকার কাজে ঐতিহাসিক সাফল্যও অর্জন করেছে। চীনের মানুষের সুখ ও নিরাপত্তার বোধ দিন দিন জোরদার হচ্ছে।

ওয়াং ওয়েন পিন আরও বলেন, চীন সরকার মানবাধিকার পর্যালোচনার ওপর বেশ গুরুত্ব দেয় এবং আন্তরিক ও উন্মৃক্ত মনোভাব নিয়ে পর্যালোচনায় অংশ নেবে। চীন সবসময় জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিয়ম অনুযায়ী মানবাধিকার পর্যালোচনায় অংশ নিয়ে আসছে। (শিশির/আলিম/লিলি)