‘ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি-আলোচনায় অগ্রগতি হয়েছে’
2024-01-23 15:58:56

জানুয়ারি ২৩: ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস)-এর মধ্যে যুদ্ধবিরতি-আলোচনায় অগ্রগতি হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন গতকাল (সোমবার) এ তথ্য জানায়।

ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে সংশ্লিষ্ট খবরে বলা হয়, ইসরায়েলের নতুন প্রস্তাবের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে: ইসরায়েলি সৈন্য ছাড়া আটক সব ইসরায়েলিকে মুক্তি দেওয়া, দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে পৌঁছানো, গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকা থেকে ইসরায়েলি সেনাদের ‘কৌশলগত প্রত্যাহার’, এবং ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া, ইত্যাদি।

খবরে আরেক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ইসরায়েলি সরকার হামাসের অবস্থানে পরিবর্তন লক্ষ্য করছে এবং আশা করা যায় যে, পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। (লিলি/আলিম)