জানুয়ারি ২৩: চীনে ২০২৩ সালে দারিদ্র্য থেকে মুক্ত হওয়া মানুষের মধ্যে ৩ কোটি ৩৯ লাখ ৬৯ হাজার হচ্ছে সাধারণ শ্রমিক। আজ (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্যকার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে কৃষি ও গ্রামবিষয়ক উপমন্ত্রী তেং সিয়াও কাং এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৩ সালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কঠোর অর্থনৈতিক পরিস্থিতি ও ধারাবাহিক গুরুতর প্রাকৃতিক দুর্যোগের মুখে, চীনের কৃষি ও গ্রাম স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রাখে। ২০২৩ সালে চীনে খাদ্যশস্যের বাম্পার ফলন হয় এবং কৃষিপণ্যের সরবরাহও স্থিতিশীল থাকে।
তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সরঞ্জাম এ ক্ষেত্রে দৃঢ় সমর্থন দেয় এবং চীনের আধুনিক কৃষি আরও সামনে এগিয়ে যায়। ২০২৩ সালে ৮ কোটি ৬১ লাখ ১০ হাজার মু (প্রায় ৫,৭৪০,৬৬৬ হেক্টর) নতুন ও উন্নত কৃষিজমিও রূপান্তর করা হয়। (শিশির/আলিম/লিলি)