জানুয়ারি ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিনপিং, সামরিক আইনের উপর সংশোধিত প্রবিধান জারির একটি আদেশে স্বাক্ষর করেছেন। আগামী ১ মার্চ থেকে এটি কার্যকর হবে।
সোমবার জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ১৩টি অধ্যায়ে ৮৫টি ভুক্তিসহ, সংশোধিত প্রবিধানগুলো সদ্য সংশোধিত আইনের ভিত্তি করে সামরিক আইন প্রণয়নের জন্য কার্যকরী ব্যবস্থা এবং প্রক্রিয়াকে উন্নত করবে।
বিবৃতিতে বলা হয়েছে, সামরিক আইনের উচ্চমানের উন্নয়ন, আইন অনুযায়ী সামরিক বাহিনী পরিচালনার কৌশল বাস্তবায়নের অগ্রগতি এবং সর্বাত্মক সামরিক প্রশাসনকে শক্তিশালী করার জন্য সংশোধিত প্রবিধানগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
হাশিম/শান্তা
তথ্য ও ছবি: সিনহুয়া।