কেনিয়ার শিক্ষার্থীদের চিঠির জবাব দিলেন সি চিন পিং
2024-01-23 18:22:46

জানুয়ারি ২৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত ১৭ জানুয়ারি বেইজিং চিওথোং ইউনিভার্সিটিতে অধ্যয়নরত কেনিয়ার শিক্ষার্থীদের চিঠির জবাব দেন। চিঠিতে তিনি চীন-কেনিয়া আর চীন-আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের উত্সাহ দেন।

চিঠিতে সি বলেন, চীন ও কেনিয়ার মৈত্রী সুদীর্ঘকালের। যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় চীন ও কেনিয়ার উন্নয়নের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। মোম্বাসা-নাইরোবি স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ে এ উদ্যোগেরই একটি ফসল। আনন্দের ব্যাপার হচ্ছে, কেনিয়ার তরুণরা এই রেলপথের কারণে চীনের সাথে নিজেদের ভাগ্যকে সংযুক্ত করেছে।

তিনি শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা চীন ও কেনিয়া এবং চীন ও আফ্রিকার বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রত্যক্ষদর্শী, সুবিধাভোগী, নির্মাণকারী এবং প্রচারকারী।’

চিঠিতে সি আরও বলেন, ‘..চীন-কেনিয়া সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের গ্র্যান্ড ব্লুপ্রিন্ট তোমাদের হাতে বাস্তবায়ন  করা সম্ভব হবে। তোমরা ভালোভাবে জ্ঞান অর্জন করে চীন ও কেনিয়ার প্রথাগত মৈত্রীর সম্পর্ক বজায় রাখবে, দু’দেশের সহযোগিতা জোরদার করবে, এবং আরও উচ্চ মানের চীন ও আফ্রিকার অভিন্ন কল্যাণের সমাজ গঠনে আরো বেশি অবদান রাখবে বলে আমি আশা করি।’

উল্লেখ্য, বেইজিং চিওথোং ইউনিভার্সিটি’র কেনিয়ার শিক্ষার্থীরা প্রেসিডেন্ট সি-কে লেখা চিঠিতে বলেন, চীনে রেলপথ পরিচালনার সংশ্লিষ্ট জ্ঞান অর্জনের সুযোগ পেয়ে তাঁরা খুব খুশি। কেনিয়া ও চীনের মধ্যে বন্ধুত্বের সেতু হিসেবে কাজ করা এবং দু’দেশের মৈত্রী ও সহযোগিতা বাড়ানোর আশা প্রকাশ করেন তাঁরা। (লিলি/আলিম)