‘তোমার উত্তর’
2024-01-23 12:49:05

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং হ্য ইয়ে-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ওয়াং হ্য ইয়ে, ১৯৯৮ সালের ২ ফেব্রুয়ারি চীনের হেই লুং চিয়াং প্রদেশের হা’আরবিন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পপ সংগীতের কণ্ঠশিল্পী।

২০২১ সালে ওয়াং হ্য ইয়ে’র প্রথম ব্যক্তিগত সংগীত ‘ঝড়ো বাতাস বইছে’ প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন। ২০২২ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘এই পৃথিবীর নিয়ম’ বাজারে আসে।

বন্ধুরা, এখন শুনুন ওয়াং হ্য ইয়ে-এর কণ্ঠে ‘তোমার উত্তর’ নামে গানটি। "তোমার উত্তর" হল সঙ্গীতশিল্পী আহ রং-এর রচিত একটি গান। তিনি আশা প্রকাশ করার জন্য এমন একটি গান গাইতে চেয়েছিলেন। যে শ্রোতারা এই গানটি শোনেন তারা যত তাড়াতাড়ি সম্ভব নিজের সুখ খুঁজে নিতে পারেন এবং তাদের পছন্দমতো জীবনযাপন করতে পারেন। গানের কথাগুলো এমন: পৃথিবীটা হয়তো এমনই। আমি এখনো পথে আছি। কেউ বলতে পারে না। হয়তো আমি শুধু চুপ থাকতে পারি। চোখের জল ভিজে যায়। কিন্তু কাপুরুষ হতে রাজি নই। আপনার মাথা নিচু করুন এবং দিনের আলোর জন্য অপেক্ষা করুন। সব উপহাস গ্রহণ করুন। বাতাসের মুখোমুখি হয়ে রংধনুকে আলিঙ্গন করুন। সাহস নিয়ে এগিয়ে যান।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং হ্য ইয়ে-এর গাওয়া ‘আরো ভালো আমরা’। গানের কথায় বলা হয়, ভালোবাসা প্রশ্নবিদ্ধ নয়। সন্ধ্যা নেমে এসেছে। ছায়া দ্বারা প্রসারিত যে চেহারা আমি অবশেষে তোমার মত মানুষের জন্য অপেক্ষা করি। তোমার মৃদু সুর শুনি। আমার বোকামি ব্যাখ্যা শুনুন। অনিচ্ছুক ও ভীরু, সত্যিই চিন্তিত। আমার সামনের মানুষটি সবচেয়ে ভালো মানুষ।

আচ্ছা, শুনুন এই সুন্দর গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ওয়াং হ্য ইয়ে-এর গাওয়া ‘আঙুলের ছাপ’। গানের কথায় বলা হয়, আমরা ভালোবেসেছিলাম এবং প্রায় একসাথে থাকার কথা ছিল। বন্ধু হওয়ার ভান করি এবং কম প্রতিভাবান হবো। সত্যি কথা বলতে, সবাই পারে না। আমরা একসাথে যাত্রা দোষমুক্ত। আমি দোষমুক্তি হয়েছি এবং একা থাকার পথ বেছে নিয়েছি। এই ভেবে যে, পরিপক্বতার জন্য আন্তরিকতা প্রয়োজন। গভীর আঙ্গুলের ছাপ। প্রিয় সবার সাথে থাকে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ওয়াং হ্য ইয়ের গাওয়া আরেকটি গান, গানের নাম ‘ক্ষমা করা’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং হ্য ইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)