তথাকথিত ‘হংকং ছেড়ে যাওয়ার প্রবণতা’ আদৌ নেই: চীনা মুখপাত্র
2024-01-23 11:11:52

জানুয়ারি ২৩: সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যম ‘হংকং ছেড়ে যাওয়ার প্রবণতা’ নিয়ে রিপোর্ট করেছে। এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, প্রাসঙ্গিক মন্তব্য ভিত্তিহীন এবং তা জনগণ ও জনমতকে বিভ্রান্ত করেছে। গতকাল (সোমবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মুখপাত্র বলেন, বাস্তবতা হল আন্তর্জাতিক যোগ্য ব্যক্তিদের কাছে  হংকংয়ের আকর্ষণ বেড়েছে। হংকং সরকারের পরিসংখ্যান অনুসারে ২০২২ সালের মাঝামাঝি থেকে ২০২৩ সালের মাঝামাঝি পর্যন্ত হংকংয়ের জনসংখ্যা ১ লাখ ৭৪ হাজার বেড়েছে। তাই তথাকথিত ‘হংকং ছেড়ে যাওয়ার প্রবণতা’ ভিত্তিহীন।

তিনি বলেন, ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত হংকং সরকারের বিভিন্ন যোগ্য ব্যক্তি নিয়োগ পরিকল্পনার মোট ২ লাখেরও বেশি আবেদন গৃহীত হয়েছে, এর মধ্যে ১.২ লাখ অনুমোদিত হয়েছে এবং ৮০ হাজার মানুষ হংকংয়ে পৌঁছেছে, যা প্রতি বছর ৩৫ হাজার যোগ্য ব্যক্তি আকর্ষণের লক্ষ্য ছাড়িয়ে গেছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, এখন হংকং সুশৃঙ্খল ও দ্রুত উন্নয়নের পথে চলছে, হংকংয়ের নাগরিকদের বিভিন্ন বৈধ অধিকার নিশ্চিত হচ্ছে, যা দেশি-বিদেশি মানুষের হংকংয়ে ব্যবসা শুরু করার জন্য ভালো পরিবেশ ও সুযোগ দিয়েছে। চীনও বিভিন্ন দেশের যোগ্য ব্যক্তির হংকংয়ে এসে উন্নয়নের সুযোগ ভাগ করা এবং হংকংয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে স্বাগত জানায়।

(তুহিনা/তৌহিদ/রুবি)