ইরান ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে চীন
2024-01-23 15:10:05

জানুয়ারি ২৩: ইরান ও পাকিস্তানের সাম্প্রতিক ঘটনার পর চীন জানায়, দু’দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে বেইজিং। গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি জোর দিয়ে বলেন, ইরান ও পাকিস্তান বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। দু’দেশই চীনের ভালো বন্ধু। চীন সবসময় আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে এবং দু’দেশ সংলাপ ও পরামর্শের মাধ্যমে মতভেদ নিরসন করতে চায়। চীন দু’পক্ষের চাহিদা অনুযায়ী দু’দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে চায়।

(প্রেমা/তৌহিদ/ছাই)