মার্কিন রাজনীতিবিদদের নিপীড়নের ইচ্ছা দিন দিন গুরুতর হচ্ছে: চীনা মুখপাত্র
2024-01-23 11:05:15

জানুয়ারি ২৩: গতকাল (সোমবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, কিছু মার্কিন রাজনীতিবিদদের তথাকথিত ‘চীনা হুমকি তত্ত্ব’ থেকে বোঝা যায়, তাদের নিপীড়নের ইচ্ছা দিন দিন গুরুতর হচ্ছে।

জানা গেছে, মার্কিন জাতীয় কংগ্রেসের দুটি কমিটি ‘নিরাপত্তার হুমকি ও ঝুঁকির’ অজুহাতে সুইস বিজ্ঞান প্রযুক্তি কোম্পানি এবিবি গ্রুপকে চিঠি দিয়েছে। চিঠিতে এবিবি কোম্পানি মার্কিন সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার পাশাপাশি চীনের রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার বিস্তারিত তথ্য দাবি করেছে। এ সম্পর্কে চীনা মুখপাত্র ওয়াং বলেন, কিছু মার্কিন রাজনীতিবিদদের নিপীড়নের কল্পনা দিন দিন গুরুতর হয়েছে, কোনো প্রমাণ না থাকলে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি- এমন অভিযোগ অগ্রহণযোগ্য। মার্কিন জাতীয় নিরাপত্তা সবসময় চীনের বিভিন্ন শ্রেষ্ঠ শিল্পের উন্নত শিল্পপ্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে; অন্যান্য দেশ চীনা পণ্যের হুমকি অনুভব না করলেও, মার্কিন পক্ষ চীনা শিল্পপ্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিতে তাদের বাধ্য করে। এসব বিষয়ে প্রশ্ন তোলেন মুখপাত্র।

ওয়াং আরো বলেন, চীনের তথ্য প্রযুক্তির সরঞ্জামের গোপন দরজা থেকে শুরু করে চীনের উত্পাদিত ক্রেনকে তথ্য সংগ্রহের ‘ট্রোজান ঘোড়া’ হিসেবে আখ্যায়িত করাসহ- ধারাবাহিক ‘চীনা হুমকি তত্ত্ব’ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে চীনের উন্নয়ন দমনের ইচ্ছা আরো স্পষ্টভাবে প্রতিফলিত করেছে ওয়াশিংটন।

বস্তুত, মার্কিন রাজনীতিবিদদের দৃষ্টিতে চীনের সব উন্নত পণ্যদ্রব্য বা প্রযুক্তি তাদের জন্য বড় হুমকি, তাই যে কোনোভাবে তা দমন করতে চায়। তারা মুখে নীতিমালা অনুসরণের কথা বললেও আচরণে শুধু নীতিমালার লঙ্ঘনকারী কাজ করে। অন্যান্য দেশের স্বাভাবিক উন্নয়নের অধিকার বঞ্চিত করার বাজে আচরণ আন্তর্জাতিক সমাজের সমালোচনা ও নিন্দা করা উচিত।

(সুবর্ণা/তৌহিদ/লাবণ্য)